গত ২৫ মার্চ, ২০২১ বৃহস্পতিবার রৌদ্রোজ্জ্বল সকালে নব নির্মিত স্থায়ী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সৌধ, তথা বাংলাদেশিদের প্রাণের শহিদ মিনার পরিদর্শন করলেন টরন্টো’র বিচেস ইস্ট ইয়র্ক-এর কাউন্সিলর ব্রাড ব্রাডফোর্ড।
ডেন্টোনিয়া পার্কের সবুজ ঘাসের বুকে শ্বেত পাথরে নির্মিত সৌধ পরিদর্শনকালে তিনি ওটিআইএমএলডি-এর বর্তমান পরিচালকমণ্ডলীদের সাথে সৌধের সম্মুখে এক বৈঠক করেন। তাদের ওই বৈঠকে ওটিআইএমএলডি সংগঠনের সার্বিক কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।
কাউন্সিলর ব্রাড ব্রাডফোর্ড ওটিআইএমএলডি’র সকল পরিচালকসহ সকল দাতা ও বাংলাদেশি কানাডিয়ানদের ভূঁয়সী প্রশংসা করেন।
সিটির পক্ষ থেকে আগামীতে ভাষা সৌধের পাশে কি ধরনের ল্যান্ডস্কেপিং এর কাজ করা যেতে পারে সেটা নিয়েও পরিচালকদের সাথে আলাপ করেন। ভবিষ্যতে এই ভাষা সৌধকে ঘিরে কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের আশা ব্যক্ত করেন তিনি।