বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আবারও আলোচনায় এলেন ব্যক্তিজীবনকে ঘিরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার মতো কিছু নেই। আর এরপর থেকেই শুরু হয় আলোচনা। ২০০৮ সালে শাকিব খানকে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘদিন গোপন রাখলেও ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর প্রকাশ্যে আসে এই সংসারের খবর। তবে পরের বছরেই ভাঙনের পথে হাঁটে শাকিব-অপু। বিচ্ছেদের পর শাকিব বিয়ে করেন চিত্রনায়িকা শবনম বুবলীকে।
কিন্তু বছর খানেক পরই ছেলে জয়কে ঘিরে আবারও কাছাকাছি আসেন অপু-শাকিব। তাদের একসঙ্গে দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর ছবিও প্রকাশ্যে আসে। এ কারণে তাদের সম্পর্ক নতুন করে জোড়া লাগছে কি না এমন প্রশ্নও উঠেছে একাধিকবার।
সম্প্রতি শাকিব খানকে ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটাতে দেখা যায় বুবলীর সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্ত শেয়ার করেন বুবলী। অন্যদিকে অপু বিশ্বাস এ বিষয়ে একেবারেই ভিন্ন মত প্রকাশ করেছেন। তার ভাষায়, “ফেসবুকের মধ্যে দিয়েই যদি সংসার প্রমাণ করতে হয়, তাহলে তো বিয়ে করার দরকার নেই। আমার সংসার আমার বাস্তব জীবন, সেটা দেখানোর জন্য প্রমাণের প্রয়োজন নেই। কেউ বিশ্বাস করলে করবে, না করলে আমার সময় নেই বোঝানোর।
একই সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে বর্তমান সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে অপু সরাসরি উত্তর দেননি। তবে তিনি জানালেন, পারিবারিক বিষয় তিনি ব্যক্তিগত রাখতে চান। তিনি বলেন, আমার যতটুকু মনে হয়েছে জানানো দরকার, জানিয়েছি। এর বাইরে কিছু প্রকাশ করার প্রয়োজন মনে করি না। আমার প্রিয় নায়ক শাহরুখ খানও তো ঘরের ভেতরের সব কিছু প্রকাশ করেন না। আমিও চাই সীমার মধ্যে থাকতে।
অপু বিশ্বাসের সাম্প্রতিক মন্তব্য স্পষ্ট করে দিয়েছে যে তিনি ব্যক্তিগত জীবনের সীমারেখা নিয়ে এখন সচেতন। সামাজিক যোগাযোগমাধ্যমে সংসারের প্রমাণ দেয়ার প্রয়োজনীয়তা তিনি দেখেন না। বরং অভিনয়জীবন ও সন্তানকে ঘিরেই তার ব্যস্ততা। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক কেমন চলছে সেটা অভিনেত্রী সামনে আনতে চাইছেন না।