অনলাইন ডেস্ক : ইরানের অন্যতম বৃহৎ স্বর্ণ খনিতে নতুন করে বড় সোনার মজুদ আবিষ্কার হয়েছে। দেশটির দক্ষিণ খোরাসান প্রদেশের পূর্বাঞ্চলীয় অঞ্চলের ব্যক্তিগত মালিকানাধীন শাদান সোনার খনিতে নতুন এই সোনার মজুদটি পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
রোববার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, একটি বিশাল সোনার শিরা আবিষ্কারের পর দেশের পূর্বে শাদান সোনার খনির প্রমাণিত মজুদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিগুলোর মধ্যে একটি হিসেবে আনুষ্ঠানিকভাবে বৈধতা পেয়েছে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, শাদান খনিতে নতুন সোনার মজুদ ৬১ মিলিয়ন টন বলে অনুমান করছে কতৃপক্ষ। এরমধ্যে প্রায় ৭ দশমিক ৯৫ মিলিয়ন টন অক্সাইড সোনার আকরিক এবং ৫৩ দশমিক ১ মিলিয়ন টন সালফাইড সোনার আকরিক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, ইরানে মোট ১৫টি সোনার খনি রয়েছে। এর মধ্যে বৃহত্তমটি হলো দেশের উত্তর-পশ্চিমে অবস্থিত জারশুরান খনি। তবে আনুষ্ঠানিকভাবে জাতীয় সোনার মজুদের পরিমাণ প্রকাশ করেনি দেশটি, যদিও সাম্প্রতিক বছরগুলোতে তাদের স্বর্ণ ক্রয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে বলে জানা গেছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসনার প্রতিবেদন অনুসারে, গত সেপ্টেম্বরে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদরেজা ফারজিন বলেছিলেন, ২০২৩-২০২৪ সালে ইরানের কেন্দ্রীয় ব্যাংকটি বিশ্বের শীর্ষ পাঁচটি স্বর্ণ ক্রয়কারী কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ইয়েকতা আশরাফি স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, সোনার মজুদ বৃদ্ধি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভারে বিপর্যস্ত দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করবে।
সূত্র: মেহের নিউজ, আল-আরাবিয়া






