অনলাইন ডেস্ক : আসন্ন ফেডারেল ইলেকশনে কানাডার ইয়ুকুনে নিজেদের প্রার্থী পরিবর্তন করেছে কনজারভেটিভ পার্টি। ইয়ুকুনের গণস্বাস্থ্য নীতির সমালোচনা করে বক্তব্য দেয়ায় স্মিথকে প্রার্থীতা থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে পার্টির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইমেইলে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন নির্বাচনে স্মিথ আর আমাদের প্রার্থী নয়। স্বাস্থ্যনীতির সমালোচনা করায় দলের মধ্যে দীর্ঘ আলাপ-আলোচনার পর তার বিরুদ্ধে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার স্থলে শিগগিরই নতুন প্রার্থীর নাম জানানো হবে।
বাধ্যতামূলক ভ্যাকসিনেশন ও ভ্যাকসিন পাসপোর্ট চালুর সমালোচনা করে বক্তব্য দিয়ে দলের বিরাগভাজন হলেন জনাস স্মিথ। একমাস আগে তাকে প্রার্থী ঘোষণা করেছিল কনজারভেটিভ পার্টি। ২০১৯ সালের নির্বাচনে লিবারেল প্রার্থী ল্যারি বেগনেলের কাছে তিনি সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। এবার আসনটি পুরুদ্ধারে তিনি তোড়জোর শুরু করেছিলেন। কিন্তু দল থেকে এখন তার প্রার্থীতা প্রত্যাহার করায় তিনি হতাশা ব্যাক্ত করে বলেন, এই সিদ্ধান্ত ইয়ুকুনে কনজারভেটিভ পার্টির অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে দিতে পারে। এখানে পার্টির যে শক্ত ভিত্তি ছিল তা এখন ধ্বংস হয়ে যেতে পারে।
এদিকে লিবারেল পার্টি গত মঙ্গলবার ইয়ুকুনে তাদের প্রার্থী হিসেবে ব্রান্ডেন হেনলির নাম ঘোষণা করেছে। হেনলি বর্তমানে ইয়ুকুনের প্রধান মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনী প্রচারভিযান শুরুর আগে তিনি ওই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন। সূত্র : সিবিসি