বিনোদন ডেস্ক : মুক্তি প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য রণবীর বারে বারে আলোচনায় আসছেন। নতুন খবর হলো এ ছবির জন্য নাকি সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছেন তিনি। আর তা হলো ৩০ কোটি!। ছবিতে অমিতাভ বচ্চন ও আলিয়া ভাটের পারিশ্রমিক ১০ কোটি করে। অন্যদিকে খল চরিত্রে অভিনয় করা মৌনী রায় পারিশ্রমিক পেয়েছেন ৩ কোটি। আর নার্গাজুনের পারিশ্রমিক ১১ কোটি টাকা!