অনলাইন ডেস্ক : কানাডার বিরোধী কনজারভেটিভ পার্টি অভিজ্ঞ রাজনীতিবিদ পিয়েরে পোইলিভরেকে দলের নতুন নেতা নির্বাচিত করেছে।
জয়ের পর পিয়েরে পোইলিভরে রক্ষণশীলদের অভ্যন্তরীণ মতভেদ দূরে সরিয়ে দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার মিশনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। গত শনিবারের ভোটে পিয়েরে ভূমিধস জয় পেয়ে কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হন।
তিনি একজন পপুলিস্ট রাজনীতিবিদ যিনি লিবারেল সরকারের ভ্যাকসিন ম্যান্ডেটের বিরোধিতা করেছিলেন এবং কানাডার মুদ্রাস্ফীতির জন্য প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে দায়ী করেছেন। রক্ষণশীল সদস্যদের প্রদত্ত ভোটের ৬৮ শতাংশেরও বেশি পেয়েছেন পিয়েরে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন প্রাক্তন কুইবেকের প্রিমিয়ার জিন চারেস্ট, যিনি ১৬ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছেন।
ফল ঘোষণার পর পিয়েরে পোইলিভরে অটোয়া শহরের একটি কনভেনশন সেন্টারে শত শত উল্লাসিত রক্ষণশীলদের উদ্দেশে বলেন, আজ রাত থেকে আমরা একটি পুরোনো সরকারকে, যারা আপনাদের থেকে নিয়েছে বেশি দিয়েছে কম, একটি নতুন সরকারের দ্বারা প্রতিস্থাপনের যাত্রা শুরু করব। নির্বাচনে তার প্রতিদ্ব›দ্বীদের সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আমি আপনাদের কাছে আমার হাত প্রসারিত করে দিচ্ছি। এখন থেকে আমরা এক দল এক দেশের সেবায় নিয়োজিত হব।”
এ ছাড়া, দলীয় ওই সমাবেশে পিয়েরে পোইলিভরে রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার ভাষণ শুরু করেন।
অন্য দিকে রক্ষণশীল অন্যান্য প্রতিদ্ব›িদ্বদের মধ্যে অন্টারিওর সাংসদ লেসলিন লুইস পেয়েছেন ৯.৬৯ শতাংশ, অন্টারিওর প্রাক্তন এমপিপি রোমান ব্যাবের ৫.০৩ শতাংশ এবং অন্টারিওর এমপি স্কট আইচিসন ১.০৬ শতাংশ ভোট।
২০১৫ সালে জাস্টিন ট্রæডোর লিবারেলদের কাছে স্টিফেন হার্পারের নেতৃত্বাধীন কনজারভেটিভরা পরাজিত হওয়ার পর থেকে অ্যান্ড্রæ স্কিয়ার এবং ইরিন ও’টুলের পরে পোইলিভর হলেন পার্টির তৃতীয় নেতা। স্কিয়ার ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত তিন বছর এবং ও’টুল দেড় বছর ধরে পার্টির নেতৃত্ব দেন।
এ দিকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইট বার্তায় পিয়েরে পোইলিভরেকে অভিনন্দন জানিয়েছেন।
৪৩ বছর বয়সী পিয়েরে একজন প্রবীন রাজনীতিবিদ এবং তৎকালীন প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের সরকারে একজন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। তিনি ভ্যাকসিন ম্যান্ডেটের বিরুদ্ধে আন্দোলনকারী এবং স্বাধীনতা ট্রাক কনভয়কে সমর্থন করেছিলেন। যে ঘটনা কানাডার রাজধানীকে অচল করে দিয়েছিল এবং যুক্তরাষ্ট্রের সাথে সীমান্তকে অবরোধ করে রেখেছিল।
পিয়েরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী থাকাকালীন তার ক্যাম্পাসে রক্ষণশীল ক্লাবের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি মাত্র ২৫ বছর বয়সে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। সূত্র : দ্য গ্লোব এন্ড মেইল