বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন জো বাইডেন। তার পাশাপাশি ডেমোক্র্যাটদের জয়ী প্রার্থী কমলা হ্যারিসও এবার ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নেবেন।
এদিকে, কমলা হ্যারিসের সঙ্গে ১১ বছর আগে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বলিউডের অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত! আর কমলা হ্যারিস মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় সেই পুরনো ছবি ভাইরাল হয়েছে।
কমলা হ্যারিসের ভারতীয় মায়ের যোগ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকেই জোর শোরগোল শুরু হয়ে যায়। কমলা হ্যারিস যখন ভারতীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার অন্দরমহলে প্রবেশ করতে চলেছেন, সেই সময় উচ্ছ্বসিত ভারতীয়রাও।
হলিউড থেকে বলিউড, সব সেলেবরাই জো বাইডেনের পাশাপাশি শুভেচ্ছা জানাতে শুরু করেন কমলা হ্যারিসকে। এবার কমলা হ্যারিসের সঙ্গে বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের একটি ছবি ভাইরাল হলো।
ছবিতে দেখা যায়, কমলা হ্যারিসের সঙ্গে হাসি মুখে পোজ দিতে দেখা যায় বলিউড অভিনেত্রীকে। শুধু তাই নয়, কমলা তখন ছিলেন সান ফ্রান্সিস্কোর অ্যাটর্নি জেনারেল। কমলা হ্যারিসকে দেখেই রাজনীতির উপর তার ভালোবাসা বাড়তে শুরু করেছে বলেও মন্তব্য করেন মল্লিকা।