এন.ডি.পি. নেতা জগমিত সিং

সুহেল ইবনে ইসহাক: এনডিপি নেতা জগমিত সিং বলেছেন, তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে অফিসের প্রথম দিনেই সামরিক বাহিনীকে নির্দেশ দেবেন, যৌন নিপীড়নের সব অভিযোগ বেসামরিক তদন্তকারীদের হাতে তুলে দিতে।

যখন কানাডিয়ান সামরিক বাহিনীর যৌন অসদাচরণ পরিচালনা করার বিষয়ে বিশেষজ্ঞরা একটি প্রাতিষ্ঠানিক “সংকট” হিসাবে বর্ণনা করেছেন, তখন গ্লোবাল নিউজকে এনডিপি নেতা জগমিত সিং এই প্রতিশ্রুতি দেন।

সমস্যাটির একটি ২০১৫ সালের প্রতিবেদন মহিলাদের এবং এলজিবিটিকিউ+ সদস্যদের প্রতি “বিষাক্ত” সংস্কৃতি চিহ্নিত করেছে এবং কানাডার প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি মরিস ফিশের পরবর্তী ২০২১সালের প্রতিবেদনে বলা হয়েছে যে, বড় ধরনের সংস্কার না হওয়া পর্যন্ত যৌন নিপীড়নের মামলা নাগরিকদের কাছে হস্তান্তর করা উচিত।
জগমিত সিং গ্লোবাল নিউজকে আরও বলেন, “আমরা এটি বন্ধ করতে যাচ্ছি এবং সেবাদানকারী মহিলাদের পক্ষে দাঁড়াব।এটা ভুল যে জাস্টিন ট্রুডো সামরিক বাহিনীতে তাদের বন্ধুদের দ্বারা শক্তিশালী পুরুষদের তদন্ত করার অনুমতি দিয়ে চলেছেন।”
তিনি বলেন, “আমি অফিসে আমার প্রথম দিনের কাজ, সামরিক বাহিনীকে যৌন নিপীড়নের মামলাগুলি যত তাড়াতাড়ি সম্ভব নাগরিকদের কাছে হস্তান্তর করা।”