অনলাইন ডেস্ক : কানাডায় শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করেছে অটোয়ার বাংলাদেশ হাইকমিশনসহ বিভিন্ন সংগঠন। এ উপলক্ষে হাই কমিশনার ড. খলিলুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং শেখ রাসেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প স্তবক অর্পণ করেন। পরে এক আলোচনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছোটছোট ছেলেমেয়েরাও অংশ নেয়।

অপর দিকে বঙ্গবন্ধু সেন্টারের উদ্যোগে এক ভার্চুয়েল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আলোচকবৃন্দ পনেরোই আগষ্ট হত্যাকাণ্ড, শেখ রাসেলের জীবন এবং তাঁর পরিবারের নানান দিক আলোচনা করেন।

এতে অংশ নেন সৈয়দ রহমান, মোহাম্মাদ কাদির, মোহাম্মাদ হান্নান, আবদুল্লাহ রফিক, গোলাম কবির, মোস্তাফিজুর খান, নূরুল আমিন খান, গীতাঞ্জলী বড়ুয়া, জিল্লুর রহমান প্রমুখ।