অনলাইন ডেস্ক : ফ্রেঞ্চ ভাষাকে কুইবেকের একমাত্র অফিসিয়াল ভাষা করার প্রস্তাব দিয়ে আনা বিল নিয়ে কানাডা জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এই বিল পাস হলে কুইবেকে ব্যবসা-বাণিজ্য ও চাকরি করতে হলে ফরাসি ভাষা শিক্ষা বাধ্যতামূলক হবে। এমনিতে কানাডার দশটি প্রদেশের মধ্যে একমাত্র কুইবেকে ফরাসি ভাষাভাষীর সংখ্যা বেশি হলেও এতদিন সেখানে অফিশিয়াল বা সরকারি ভাষা হিসেবে ফ্রেঞ্চ ও ইংলিশ দু’টিই চালু ছিল। এখন সেখানে ফ্রেঞ্চ ভাষাকে একমাত্র অফিসিয়াল ভাষা করার বিল ৯৬ সংসদে উপস্থাপন করা হয়েছে।

কুইবেকের সংখ্যালঘু ইংরেজভাষীরা এর কঠোর সমালোচনা ও বিরোধিতা করছে। তবে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার সরকার আসন্ন নির্বাচনে কুইবেকের সংখ্যাগরিষ্ঠদের ভোটের আশায় এই বিলের বিরুদ্ধে তেমন উচ্চবাচ্য করছে না। এতে সমালোচকদের তোপের মুখে পড়েছেন তিনি।

সমালোচকরা বলছেন, কানাডার প্রধানমন্ত্রী হিসেবে কুইবেকের সংবিধানে পরিবর্তনকারী ৯৬ এর বিরোধিতা করা উচিত ট্রুডোর। কিন্তু তিনি শুধু ভোটের হিসাব করছেন। তার একমাত্র চিন্তা কিভাবে তিনি আগামী নির্বাচনী বিতরনী পার হবেন। বিতর্কিত ওই বিলটি যে কানাডার মৌলিক সংবিধানের পরিপন্থী তা তিনি ভাবছেন না।

কুইবেক প্রশাসন তাদের সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়ে অনেক প্রতিষ্ঠানিক ও তাত্তি¡ক বিতর্ক থাকতে পারে। কিন্তু কারো মৌলিক অধিকার হরণের ক্ষমতা তাদের নেই। বিল ৯৬ যদি আইনে পরিণত হয় তাহলে সেখানে ইংরেজিভাষী ও অন্য সংখ্যালঘুদের মর্যাদা ক্ষুন্ন হবে। যা কানাডার সংবিধান সমর্থন করে না। এছাড়া বিলটি স্পষ্টতই ফরাসি ও ইংরেজিভাষীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করবে। এটি একদিকে যেমন ইংরেজি ভাষীদের চাকুরী ও ব্যবসা-বাণিজ্য সংকুচিত করবে অন্যদিকে ফ্রেঞ্চভাষীদের ইংরেজি শিখার আগ্রহ নষ্ট করবে। এতে করে কুইবেকের যুবকেরা অন্য কোন প্রভিন্সে গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে সমস্যায় পড়বে। বিলের সমালোচনাকারীরা বলেছেন, প্রত্যেকেরই তাদের নিজ নিজ ভাষা নিয়ে গর্ব করার অধিকার আছে। ফরাসি ভাষাভাষীরাও তাদের ভাষা নিয়ে গর্ব করতে পারে। কিন্তু তাই বলে ইংরেজির মত একটি আন্তর্জাতিক ভাষাকে একেবারে বাদ দেয়া উচিৎ হবেনা। এই বিল পাস হলে অর্থাৎ কুইবেকের একমাত্র অফিসিয়াল ভাষা হিসেবে ফ্রেঞ্চ ভাষা চালু হলে সেখানে ইংরেজি ভাষা শিক্ষা হারিয়ে যাবে। ফ্রেঞ্চভাষী অভিভাবকদের মনে রাখতে হবে তাদের সন্তানেরা শুধু কুইবেকেই তাদের ভবিষ্যৎ গড়বে না। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে। অনেকে হয়তো আর কুইবেকে ফিরে আসবে না। তাই শুধু ফ্রেঞ্চ ভাষা নয়, সন্তানদের ইংরেজি ভাষাও শিক্ষা দিতে হবে। অন্যথায় বাইরের পৃথিবীতে প্রতিযোগিতায় তারা পিছিয়ে পড়বে।

এই বিলে যে ভাষাতে ফ্রোঞ্চকে একমাত্র অফিসিয়াল ভাষা করার কথা বলা হয়েছে তাতে ইংরেজ ভাষীদের অধিকার ক্ষুন্ন হয়েছে। তাছাড়া বিলটি কানাডার সংবিধান সংবিধানের সাথে সাংঘর্ষিক। কানাডার সংবিধানে অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা আইনগত অধিকার এবং সমঅধিকারের কথা বলা আছে। এই বিলে ইংরেজিভাষীদের এসব অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এছাড়া বিলে ফরাসি যুবকদের ইংরেজি শিক্ষায় নিরুৎসাহিত করা হয়েছে।
বিলের সমালোচনাকারীরা প্রধানমন্ত্রী ট্রুডোর প্রতি শুধু ভোটের হিসাব না করে কানাডার অখন্ডতা, সার্বভৌমত্ব, সংবিধান এবং নাগরিক অধিকারের বিষয়গুলোর প্রতিও নজর দেয়ার দাবি জানিয়েছেন। রাষ্ট্রের অভিভাবক হিসেবে এগুলো তার দায়িত্ব বলে তারা জানান। বিল ৯৬-এর বিরোধিতাকারীদের মতে, এই বিল কুইবেকবাসীদের জীবনযাত্রার ক্ষতি করবে এবং সার্বিকভাবে কানাডার সাংবিধানিক মৌলকিত্বে পরিবর্তন নিয়ে আসবে। বিলের পক্ষে তারা এখন ফেঞ্চ ভাষীদের উৎসাহ দিচ্ছে এবং ইংরেজিভাষীদের কোন ক্ষতি হবে না বলে আশ্বাস দিচ্ছে অচিরেই তাদের মোহভঙ্গ হবে। ভাষার প্রশ্নে সংবিধান সংশোধনের পক্ষে রায় না দেয়ার জন্য তারা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এতদিন দ্বৈতভাষা চলতে পারলে ভবিষ্যতেও পারবে। সংখ্যার বিচারে জোর করে কোন ভাষা কুইবেকবাসীর উপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না। সূত্র : টরন্টো সান