বিনোদন ডেস্ক : চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সমকালকে এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম নুসরাত ফারিয়াকে আটকের তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টার একটি মামলা রয়েছে।

নুসরাত ফারিয়াকে আটক নাকি গ্রেপ্তার- এই প্রশ্নে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মামলা যেহেতু আছে…, তবে সেই মামলায় তার সংশ্লিষ্টতা কতটুকু আছে সেটি পর্যালোচনা করার পর গ্রেপ্তারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আটক।’

এদিকে, ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে সেখানে একটি মামলা থাকার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের থানায় তাকে হস্তান্তর করা হয়নি। যতদূর জেনেছি, তাকে গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হবে।’

প্রসঙ্গত, রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। ২০১৩ সালে উপস্থাপক হিসেবে নাম লেখান। এরপর বেশকিছু নাটকে অভিনয় করেন তিনি। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমা দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। প্রথম সিনেমা সাফল্যের পর দুই বাংলায় প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ গত ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘জিন-৩’।