বিনোদন ডেস্ক : ঘর-সংসার আর ক্যারিয়ার একই সঙ্গে সামলাচ্ছেন বলিউড সুপারস্টার বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১ নভেম্বর এই তারকার জন্মদিন। দিনটিতে ৪৮ এ পা রাখলেন তারকা। বিশেষ এই দিন উপলক্ষে ঐশ্বরিয়ার বন্ধু-স্বজন ও ভক্তরা বরাবরই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
পাশাপাশি তাকে নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক ও সমালোচনাও চাউর হয়। জীবন চলার পথে যা তাকে বিব্রত করে। নিন্দুকরা সেই সব বিতর্ক টানা-হেচড়া করে ভালোই মজা নেন। জন্মদিনে ঐশ্বরিয়া পার্টি রাখলে সেখানের আড্ডাতেও সে বিতর্ক উঠে আসে অনেক সময়।
কে সেই বিতর্ক, যা ঐশ্বরিয়াকে বিব্রত ও অপ্রস্তুত করে তুলে। জি-নিউজের খবরে বলা হয়, ১৯৯৪ সালে মনীষা কৈরালা দাবি করেন, তার তৎকালীন বয়ফ্রেন্ড রাজীব মুলচন্দনি তার জন্য ঐশ্বর্যকে ত্যাগ করেন। যদিও মনীষার ওই দাবি নস্যাৎ করেন রাই। যা নিয়ে ওই সময় জোর বিতর্ক হয়।
‘হাম দিল দে চুকে সনম’ এর সময় থেকে সালমান খানের সঙ্গে ডেট শুরু করেন ঐশ্বরিয়া। কিন্তু বেশ কিছুদিন পর সালমানের সঙ্গে তার ব্রেকআপ হয়ে যায়। সালমান তাকে শারীরিকভাবে নিগ্রহ করতেন বলে ওই সময় দাবি করেন রাই সুন্দরী।
জনপ্রিয় পরিচালক সুভাষ ঘাই-এর সিনেমায় অভিনয় করার জন্য নাকি মরিয়া ছিলেন রাই। ওই সময় ‘কাস্টিং কাউচে’র পাল্লায়ও পড়েন রাই। নেপথ্যে ছিলেন সুভাষ ঘাই।এমনই দাবি করেন অভিনেতা শক্তি কাপুর। যে অভিযোগ অবশ্য উড়িয়ে দেন ঐশ্বরিয়া।
চলতে চলতে সিনেমায় রানি মুখার্জির পরিবর্তে ঐশ্বরিয়া রাইয়ের অভিনয়ের কথা ছিল। কিন্তু শাহরুখ খান ওই সময় ঐশ্বর্যকে সরিয়ে সেখানে রানিকে আনেন। ওই ঘটনার পর থেকেই ঐশ্বরিয়ার সঙ্গে এসআরকে-র ক্যাট ফাইট শুরু হয় বলেও শোনা যায়।
সালমানের সঙ্গে ব্রেকআপের পর বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়ান এই সুন্দরী। ওই সময় সালমান বিবেককে ৪১টি মিসড কল করেছিলেন এবং বিবেককে সালমান হুমকিও দিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। যদিও বিবেকের ওই দাবিকে ‘ছেলেমানুষী’ বলে দাবি করেছিলেন রাই।
ধুম টু-তে হৃত্বিক রোশনের সঙ্গে ঐশ্বরিয়ার ‘কিসিং’ নিয়ে বচ্চন পরিবারের আপত্তি ছিল বলে শোনা যায়। যা নিয়ে জোর চর্চাও শুরু হয়। শ্বশুর অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্ক রয়েছে ঐশ্বরিয়ার। এমন গুঞ্জনও শোনা যায় এক সময়। যদিও বিষয়টিকে গুজব বলেই দাবি করা হয়।
একটি ব্র্যান্ডের মুখ হয়ে কান ফেস্টিভ্যালে হাজির হন ঐশ্বরিয়া রাই এবং সোনাম কাপুর। ওই সময় বহু বচ্চনকে ‘আন্টি’ বলে সম্মোধন করে বিতর্কে জড়ান অনিল কাপুরের মেয়ে। বলিউডে অভিষেকের পর ঐশ্বরিয়া একাধিক সার্জারি করিয়েছেন গুঞ্জন শোনা গেলেও তার উড়িয়ে দেন বচ্চন ঘরণী।
আমি এ নামের কোনো গান কোথাও আপলোড করিনি৷ তাছাড়া যে সিনেমার কথা বলে হচ্ছে আমি এ নামের কোনো সিনেমায় কাজ করিনি।