গতকাল টরন্টো দুর্গাবাড়িতে উদয়াস্ত হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে পৌরোহিত্য করেন মন্ট্রিয়ল থেকে আগত শ্রী অমিয় ভূষণ দেব। ভোর ছয়টা থেকে শুরু করে রাত দশটা অবধি অবিরত কীর্তন অনুষ্ঠিত হয়।
বিশ্বকে করোনা মুক্ত করা ও জগতের সবার মঙ্গল কামনা করে সারাদিন ব্যাপী এ নাম যজ্ঞ অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থান থেকে আট দশটা দল একের পর এক অংশগ্রহণ করে যা সূর্যোদয় থেকে সূর্যাস্থ পর্যন্ত চলে।
সারাদিন ব্যাপী এ অনুষ্ঠানে কয়েকশ ভক্ত প্রসাদ গ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি ।