“মাই লেঙ্গুয়েজ মাই প্রাইড- মোদের গরব মোদের আশা, আ মরি বাংলাভাষা”এই শিরোনামে মহন ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক্সেস এলায়েন্স, বাংলাদেশী-কানাডিয়ান কমিউনিটি সার্ভিসেস (বিসিএস), বাংলাদেশ সেন্টার এন্ড কমিউনিটি সার্ভিসেস (বিসিসিএস) ও তামিল কানাডিয়ান সেন্টার ফর সিভিল একশন (টিসিসিসিএ) যৌথ উদ্যোগে টরন্টোর ডেনফোর্থের এক্সেস পয়েন্টে গত শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ টরন্টোর বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ বিশেষকরে উল্লেখযোগ্য সংখ্যক নতুন প্রজন্মের শিশু- কিশোর ও যুবাদের অংশগ্রহনে আয়োজন করে অনন্য সাধারণ এক অনুষ্ঠান।

অনুষ্ঠানে বাঙ্গালী, তামিল, চাইনিজ বিভিন্ন বয়সের শিল্পীরা কবিতা, গান, নাচ ও সঙ্গীত পরিবেশন করে।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন অন্টারিও পার্লামেন্টের অফিসিয়াল অপজিশন ও এনডিপি লিডার মেরিট স্টিলস, স্কারবোরো-সাউথওয়েস্ট থেকে নির্বাচিত এমপিপি ও এনডিপি ডেপুটি লিডার অব অপজিশন ডলি বেগম, মেরী মার্গারেট মোহান এমপিপি, সিটি কাউন্সিলার ব্র্যাড ব্যাডফোর্ড, স্কুল বোর্ড ট্রাস্টি নিথেন সান, বিসিসিএস এর ডিরেক্টর, সাবেক সিটি কাউন্সিলার জেনিট ডেবিস ও এক্সেস এলায়েন্স এর ডিরেক্টর (অর্গানাইজেশনাল হেলথ এন্ড লার্নিং) ড.একেএম আলমগীর (পিএইচডি, এমফিল, এমবিবিএস)। বিসিএস এর এক্সিকিউটিভ ডিরেক্টর নাসিমা আক্তার
(পিএইচডি), বিসিসিএস এর ভাইস- প্রেসিডেন্ট ড. মাহবুব রেজার সমন্বয়, পরিচালনা ও উপস্থানায় অনবদ্য হয়ে উঠে ভাষা দিবসে বহু ভাষাভাষী ও বহু সংস্কৃতির মানুষের অংশগ্রহনে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান।