অনলাইন ডেস্ক : ২৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যারা অলিম্পিক ২০২০। প্রতিবন্ধিদের ওই ক্রীড়া আসরের উদ্বোধন অনুষ্ঠানে কানাডার পতাকা বহন করবেন কৃতি জুডোকো প্রিসিলা গেগনি। অন্টারিওর সারনিয়া এলাকার ৩৫ বছর বয়সী এই প্রতিবন্ধি ক্রীয়াবিদ ২০১৬ সালের রিও প্যারা অলিম্পিকে অল্পের জন্য পদকবঞ্চিত হয়েছিলেন। এবার জুডোতে তার ইভেন্টে তাকে পদকের অন্যতম দাবিদার মনে করা হচ্ছে। তিনি মহিলাদের ৫২ কেজি বিভাগে পদকের জন্য লড়াই করবেন এই বিভাগে বিশ্ব র‌্যাংকিংয়ে বর্তমানে তার অবস্থান ২য়। অলিম্পিক মার্চপাস্টে পতাকা বহনের দায়িত্ব পাওয়ার খবরে উচ্ছ¡সিত প্রিসিলা বলেন, অলিম্পিকের মতো আসরে দেশের প্রতিনিধিত্ব করতে পারাটাই আমার কাছে একটা স্বপ্নের মতো বিষয়। তার উপর দেশের পতাকা বহনের দায়িত্ব খুবই স্পেশাল একটা বিষয়। এটা আমার সারা জীবনের সুখ স্মৃতি হয়ে থাকবে। তাকে এই দায়িত্ব দেয়ায় তিনি সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এটা এমন এক দায়িত্ব ও কর্তব্য যা হালকাভাবে নেয়ার কোন উপায় নেই। এটা খুবই অর্থবহ ও তাত্পর্যপূর্ণ এক দায়িত্ব। সত্যি বলতে আমি স্বপ্নেও ভাবিনি এমন মহান দায়িত্ব আমাকে দেয়া হবে। জীবনের ২য় অলিম্পিক আসরে অংশ নিয়ে দেশের জন্য পদক জয় করতে অন্টারিওর এই জুডোকা বর্তমানে মন্ট্রিলে প্রশিক্ষণ শেষে জাপানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সূত্র : সিবিসি স্পোর্টস