অনলাইন ডেস্ক : হেলথ কানাডার এক বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো ধরনের রঙ, কালি বা ধাতব পদার্থ দিয়ে ডিজাইন করা মাস্ক ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ধরনের মাস্ক ব্যবহারের ফলে নিঃশ্বাসের সাথে শরীরে ক্ষতিকর উপাদান প্রবেশ করতে পারে।
সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জনসাধারণকে যে কোনো ধরনের ডিজাইন, গ্রাফিক্স বা ছবি আকা মাস্ক ব্যবহার না করার পরামর্শ দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রাথমিকভাবে দেখা গেছে, ডিজাইন আকা মাস্ক থেকে এক ধরনের বিষাক্ত পদার্থ নিঃশ্বাসের সাথে দেহে প্রবেশ করে। যা ক্ষতির কারণ হতে পারে। তবে এই ক্ষতি কতটা ভয়াবহ সে বিষয়ে হেলথ কানাডা বিস্তারিত কিছু বলেনি।
বিবৃতিতে বলা হয়েছে, ডিজাইনের ধরন এবং কতক্ষন মাস্কটি একটানা ব্যবহার করা হয়েছে, এ সব বিষয়ের উপর ক্ষতির মাত্রা নির্ভর করে। জনগণকে এ ধরনের মাস্ক ব্যবহার না করার পরামর্শের পাশাপাশি মাস্ক উৎপাদনকারীদেরও ক্ষতিকর কোনো ধরনের মাস্ক না বানানোর জন্য বলেছে সংস্থাটি। এছাড়া আমদানীকারক ও বিতরণকারীদেরও এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। ইতোমধ্যে এ ধরনের মাস্ক ব্যবহার করে কেউ কোনো সমস্যায় আক্রান্ত হলে তাদেরকে দ্রæত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। সূত্র : দ্য কানাডিয়ান প্রেস