অনলাইন ডেস্ক : গত ২৩ শে নভেম্বর সোমাবার ডেন্টনিয়া পার্কে ‘ইষ্ট ইর্য়ক উইনিয়ন’ কমিটি টেনান্ট উচ্ছেদের প্রতিবাদে প্রেস কনফারেন্স রেলী ওসমাবেস এর আয়োজন করে। উল্লেখ্য করোনা কালীনসময়ে ক্রিসেন্ট টাউন গুডউড এবং টিসডেল এর বহু বাসিন্দা যারা নিয়মিত বাড়িভাড়া দিতে সক্ষম হয়নি এমন ৫০টি পরিবারকে আসন্ন সাত দিনের মধ্যে উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া আগামী দিনগুলোতে এ সংখ্যা বহু গুণে বেড়ে যাওয়ার আশংকা করা হচ্ছে।
করোনাকালীন এ মহা দুর্যোগের সময়ে ম্যানেজমন্টে কমিটি এবং টেনান্ট বোর্ডের এ অমানবিক পদক্ষেপে উপস্থিত টেনান্ট ও সাধারণ জনগণ সমাবেশ ও বিক্ষোভ প্রকাশ করে।
ভুক্তভোগিদের দাবী যেহেতু করোনার প্রাদুর্ভাবে অধিকাংশ পরিবারে উপার্জন নেই তাই তারা মোট ভাড়ার অর্ধেক পরিশোধের অনুরোধ জানায় ম্যানেজমেন্ট এর কাছে।
ইষ্ট ইউর্ক ইউনিয়ন এর ন্যায় সম্মত দাবীর প্রতি সংহতি প্রকাশ করেন বিচ ইষ্ট ইয়র্ক এর এম পি পি রিমা বার্নস মেকাউন। এছাড়াও এতে অংশ নেয় টেনান্ট ইউনিয়নের প্রতিনিধি জিন্নাত জাহান, রিংকি আহমেদ, সাজিদ সায়েখ, হারুনা মুঘল এবং সামিউল নিথিয়ান খান। প্রেস বিজ্ঞপ্তি।