বিনোদন ডেস্ক : একদিকে নতুন মিউজিক ভিডিও ‘দাম দাম’-এ নেচে দর্শকের মন কেড়েছেন বলিউডের জ্যাকলিন ফার্নান্দেজ, অন্যদিকে আইনি ঝড়ে বিপর্যস্ত তার জীবন! ভারতীয় গণমাধ্যমের খবর, প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নাম জড়ানো এই অভিনেত্রীর আবেদন গত বৃহস্পতিবার খারিজ করেছেন দিল্লির আদালত।
রায় অনুযায়ী, তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করেছেন জ্যাকলিন। শুধু তাই নয়, ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে তদন্ত ঘোরানোর অভিযোগও রয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে।
বিচারপতি অনীশ দয়ালের বর্ণনা, আবেদনকারী প্রথমে দাবি করেছিলেন তিনি সুকেশকে চেনেন না। পরে তথ্যপ্রমাণের চাপে পড়ে তিনি তাদের সম্পর্কের কথা স্বীকার করেন। একইভাবে তিনি উপহার পাওয়ার কথাও এড়িয়ে যেতে চেয়েছিলেন।
ইডি’র দাবি, তদন্তে সহায়তার বদলে জ্যাকলিন তথ্য গোপন করেছেন, এমনকি নিজের মোবাইল থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলেছেন বলেও অভিযোগ উঠেছে। এই সমস্ত বিষয় বিবেচনায় নিয়েই তার আবেদন খারিজ করা হয়।
তবে এই প্রথম নয়। দীর্ঘদিন ধরেই সুকেশকে নিয়ে প্রশ্নবিদ্ধ জ্যাকলিন। দামি গাড়ি, গহনা থেকে শুরু করে বিলাসবহুল উপহার; জেলে থাকা সুকেশের কাছ থেকে বহুবার উপহার নিয়েছেন অভিনেত্রী। যদিও বারবার তিনি দাবি করেছেন, প্রতারণা কাণ্ডে তার কোনো ভূমিকা নেই।
বলা বাহুল্য, এ ঘটনার প্রেক্ষিতে জ্যাকলিনের আইন জটিলতা আরও গভীর হল।






