Home আন্তর্জাতিক দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১১

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১১

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমে সলসভিলের একটি হোস্টেলে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোরে তিনজন বন্দুকধারী সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে শিশু-কিশোরসহ ২৫ জন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই হোস্টেলে অবৈধভাবে মদ বিক্রি করা হতো বলে জানিয়েছে প্রিটোরিয়া পুলিশ।

পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা ম্যাথি জানিয়েছেন, স্থানীয় সময় ভোর পৌনে পাঁচটার দিকে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি হোস্টেলে ঢুকে মদপানরত লোকজনের ওপর গুলি চালায়। নিহতদের মধ্যে তিন বছরের শিশু, ১২ বছরের এক ছেলে ও ১৬ বছরের এক কিশোরী রয়েছে।

ম্যাথি বলেন, ঘটনাস্থলটি মূলত একটি ‘অবৈধ শিবিন’ বা লাইসেন্সবিহীন মদের দোকান। তিনি জানান, এমন অবৈধ স্থাপনায় প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে এবং নিরীহ লোকজনও অনেক সময় ক্রসফায়ারের শিকার হন।

এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এমনকি হামলার কারণও পরিষ্কার নয়।

জাতিসংঘের অপরাধ-বিষয়ক দপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় প্রতি ১ লাখে হত্যা হয় ৪৫ জনের। পুলিশ বলছে, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রতিদিন গড়ে ৬৩ জন খুন হয়েছেন।

সূত্র: বিবিসি