অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় আজ দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘিরে দেশের বিভিন্ন স্থানে গাড়ি, অফিসে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার রায়কে ঘিরে ঢাকায় সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। ঢাকার আশপাশের জেলাতেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যৌথ বাহিনীর সঙ্গে মাঠে কাজ করছে বিজিবি। ঝটিকা মিছিল থেকে গতকাল রাজধানীতে আরও ১০ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, নিরাপত্তা শঙ্কা নেই। তবে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

এদিকে গতকাল সন্ধ্যায় ঢাকার কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বগুড়া ও শেরপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করা হয়েছে। সিলেটে হাসপাতালে ঢুকে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে বাস ও কার্ভাড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়া হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, এলাকাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ঝুঁকিপূর্ণ এলাকায় রবিবার বিকাল থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে। থানা পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থা সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।

মোটরসাইকেল পেট্রল সার্বক্ষণিক কাজ করছে। সাইবার স্পেসে উসকানি ও গুজবরোধে ডিএমপির টিম সার্বক্ষণিক কাজ করছে। এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। তবে নগরবাসীর নিরাপত্তার ক্ষেত্রে আমরা সতর্ক অবস্থায় রয়েছি।

ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরের সার্বিক নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায়ের তারিখ ঘোষণার নির্ধারিত দিন ছিল ১৩ নভেম্বর। সেদিন ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ৭ নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয়। আজ সোমবার এ মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অনলাইনে আবার কর্মসূচির কথা বলছে। এর মধ্যে রাজধানীসহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যাই হোক না কেন, তা কার্যকর হবে। এ নিয়ে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হলে তা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে।

রাজধানীর কারওয়ানবাজার মোড়ে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। তেজগাঁও থানা পুলিশ বলছে, ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে কলাবাগান থানা এলাকায়। আর কলাবাগান থানা বলছে, ঘটনাস্থলটি তেজগাঁও থানা এলাকার মধ্যে পড়েছে।

রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ডিবির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়েছে, ঝটিকা মিছিল আয়োজন ও এর পেছনে অর্থায়নের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা হামলা : গাজীপুরের শ্রীপুরের গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল বোমা হামলা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে ব্যাংকের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংকের এরিয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, গভীর রাতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রল বোমায় সাইনবোর্ডটি পুড়ে গেছে। অন্য কোনো ক্ষতি হয়নি। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন হামলাকারীদের শনাক্তের কাজ চলছে।

বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ : বগুড়ার শেরপুর উপজেলায় আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রবিবার ভোরে উপজেলার গাড়িদহ এলাকার গ্রামীণ ব্যাংকের শাখা অফিসের নামফলকে আগুল লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে বলে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের ধারণা। শেরপুর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, ঘটনাস্থলে প্লাস্টিকের দুটি খালি বোতল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বোতলগুলো দাহ্য পদার্থ বহন করার জন্য ব্যবহার করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

সিলেটে হাসপাতালে ঢুকে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন : সিলেটে বাস ও অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত আড়াইটার দিকে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের অ্যাম্বুলেন্স এবং রবিবার ভোরে কুমারগাঁও বাস টার্মিনালে একটি বাসে আগুন দিলে দুটি যানবাহনই পুড়ে যায়। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন তরুণ প্রথমে হাসপাতালের পার্কিংয়ে প্রবেশ করে। পরে তাদের দেওয়া আগুনে পুড়ে যায় হাসপাতালের পার্কিংয়ে রাখা অ্যাম্বুলেন্সটি।

ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন : ফেনী শহরের মুক্তবাজারে শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্বে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার ভোরে আগুন দিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছেড়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা মুখে মাস্ক লাগিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ আছে। আমরা সেসব ফুটেজ সংগ্রহ করার কাজ করছি।

সাভারে পার্কিং করে রাখা দুটি বাসে আগুন : সাভারে সড়কের পাশে পার্কিং করে রাখা আরও দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে সাভারের গেণ্ডা বাসস্ট্যান্ড ও হেমায়েতপুরে এ ঘটনা ঘটে। বাসের মালিক জানান, হেমায়েতপুরে পার্কিং অবস্থায় থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে চলে যায়। মুহূর্তেই বাসটি পুড়ে যায়। অন্যদিকে সাভারের গেণ্ডা থেকে একটি পোশাক কারখানায় শ্রমিকদের আনা নেওয়ার কাজে ব্যবহৃত হতো।

ময়মনসিংহে কাভার্ড ভ্যানে আগুন : ময়মনসিংহের নগরীর আকুয়া বাইপাস সড়কের পাশে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। চালক জানান, রাত সাড়ে ৯টার দিকে কাভার্ড ভ্যানটি আকুয়া বাইপাস সড়কের মাছের আড়তের সামনে রেখে ঘুমাতে যান তিনি।

কেরানীগঞ্জে মাঝরাতে বাসে আগুন : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধারণা, মধ্যরাতে ঘটে যাওয়া এ ঘটনাটি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঘটানো হতে পারে। শনিবার রাত প্রায় ৩টার দিকে রাজেন্দ্রপুর বাজার এলাকার ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনে বাসটিতে আগুন দেওয়া হয়।

মাদারীপুরে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ : মাদারীপুরের ঢাকা-ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার গোপালপুর থেকে মেলকাই পর্যন্ত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় বড় গাছ কেটে ফেলে সড়ক অবরোধ করে যান। ফলে দুদিকে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। রবিবার ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এ সময় কালকিনি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সাট ডাউন সফল করার জন্য বিক্ষোভ মিছিল করেছে।

টঙ্গীতে পেট্রল বোমাসহ গ্রেপ্তার ২ : গাজীপুরের টঙ্গীতে একটি পেট্রল বোমাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলে আঃ রহিম (২৫) ও মো. মবিন (২১)। গত শনিবার রাত ১টা ২০ মিনিটের দিকে টঙ্গী পশ্চিম থানাধীন স্টেশন রোডস্থ মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী এম.টি টায়ার সেন্টার এর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।