অনলাইন ডেস্ক : দেশে করোনাভাইরাস অনেক দ্রুতগতিতে রূপ পরিবর্তন করছে বলে জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)।

রোববার এক সংবাদ সম্মেলনে করোনাভাইরাস বিষয়ক এই পর্যবেক্ষণ তুলে ধরে বিসিএসআইআর- এর জিনোমিক রিসার্চ ল্যাবরেটরির এক দল গবেষক।

বিসিএসআইআর বলছে, বিশ্বে করোনাভাইরাসের রূপান্তরের হার ৭ দশমিক ২৩ শতাংশ, বাংলাদেশে এই ভাইরাসের রূপান্তরের হার ১২ দশমিক ৬০ শতাংশ। দেশে করোনাভাইরাস অনেক দ্রুতগতিতে রূপ পরিবর্তন করছে।