অনলাইন ডেস্ক : ইন্সটিটিউট ফর সোসিও ইকোনোমিক রিসার্স এন্ড ইনফরমেশন (আইআরআইএস) কুইবেকের অর্থনীতি পুনরুদ্ধারে ধনীদের উপর ‘পেনডেমিক ট্যাক্স’ বা মহামারি করারোপের প্রস্তাব করেছে। ইন্সটিটিউটের গবেষক ও অর্থনীতিবিদ রাফেল লেংভিনের মতে, অস্থায়ী ভিত্তিতে এ ধরনের করারোপ মহামারিতে ক্ষতিগ্রস্থ নীতিকে পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। তার মতে, প্রদেশের ধনী করদাতাদের কাছ থেকে অর্থাৎ যাদের আয় আড়াই লাখ ডলারের বেশি তাদের কাছ থেকে আগামী ২ বছর (২০২২ ও ২০২৩) ১০% বেশি কর আদায়ের প্রস্তাব করা যেতে পারে। এতে করে কুইবেক সরকারের ভান্ডারে ২.৭ বিলিয়ন অতিরিক্ত অর্থ আসবে যা অর্থনীতি পুনরুদ্ধারে সহায়ক হবে। তিনি আরো বলেন, কোভিড-১৯ মহামারিতে দেশের বিভিন্ন সেক্টর ক্ষতিগ্রস্ত হলেও অতিরিক্ত এই অর্থ সব সেক্টরে দেয়া যাবে না। বাড়তি করের অর্থ শুধুমাত্র স্বাস্থ্য ও শিক্ষাখাতে ব্যয় করা উচিৎ হবে। রাজনৈতিক বিবেচনায় এই অর্থ ব্যয় করলে সঠিক সুফল পাওয়া যাবে না।
অনেকে তার এই প্রস্তাবের সমালোচনা করলেও তিনি বলেন, এভাবে রাজস্ব বৃদ্ধি করা ছাড়া অর্থনীতি পুনরুদ্ধারের আর কোনো উপায় নেই। আদায় করা অতিরিক্ত অর্থ যদি সঠিক পন্থায় কাজে লাগানো যায় তাহলে অর্থনীতি ঘুরে দাঁড়াবেই।
তবে সমালোচকেরা বলেছেন, অতিরিক্ত করের বোঝা চাপানো হলে কর ফাঁকি দেয়ার প্রবণতাও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। তাদের মতে, ‘অতিরিক্ত কর’ অনেক সময় ‘স্বাভাবিক কর’কে মেরে ফেলে। সূত্র : জার্নালমেট্রো