স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোনস ও লং টার্ম কেয়ার মন্ত্রী পল ক্যালান্ড্রা

হাসান আমিন : গত ১৮ই আগস্ট, বৃহস্পতিবার অন্টারিও’র স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোনস এবং অন্টারিও’র লং টার্ম কেয়ার মন্ত্রী পল ক্যালান্ড্রা নিজেদের বক্তব্যে অন্টারিও’র স্বাস্থ্যসেবাকে আরও যুগোপযোগী করার ঘোষণা দেন। এর জন্য অন্টারিও’র স্বাস্থ্যসেবায় কিছু পরিবর্তনের কথা তাঁরা উল্লেখ করেন। অন্টারিও’র স্বাস্থ্য বিষয়ক দুই মন্ত্রী তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, বর্তমানে অন্টারিও’র হাসপাতালগুলো কর্মী স্বল্পতা, অস্থায়ী জরুরি বিভাগ বন্ধ এবং অসম্পন্ন অস্ত্রোপচারের দীর্ঘ তালিকার সমস্যা মোকাবেলায় হিমশিম খাচ্ছে। এ অবস্থায় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় স্থিতিশীলতা আনার জন্য এবং জনগণকে কার্যকরী স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কিছু পরিবর্তন অবশ্যাম্ভাবী হয়ে দেখা দিয়েছে। তবে উভয় মন্ত্রী নিশ্চিত করেছেন, এর জন্য রোগীদের অতিরিক্ত কোন অর্থ ব্যয় করতে হবে না।

অন্টারিও’র স্বাস্থ্য ব্যবস্থার এই পরিবর্তনগুলো আসছে মূলত প্রাইভেট ক্লিনিকগুলোতে অস্ত্রোপচারের ক্ষেত্রে, লং টার্ম কেয়ার হোমে অবস্থানে, কম জরুরী প্যারামেডিক সেবায়, নার্সদের প্রশিক্ষণ ও চাকুরীর ক্ষেত্রে, এবং গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ব্যবস্থায়।
স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোনস বলেন, তাঁর মন্ত্রণালয় প্রাইভেট ক্লিনিকগুলোতে অস্ত্রোপচারের সুযোগ বৃদ্ধি করবে। এতে করে জমে থাকা অস্ত্রোপচারের সংখ্যা কমে আসবে, যা হাসপাতালগুলোতে তৈরী হওয়া চাপ কিছুটা কমাতে সাহায্য করতে পারে। স্বাস্থ্যমন্ত্রী জোনস অন্টারিওতে আরো প্রাইভেট ক্লিনিক পরিচালনার অনুমতি দেয়ার কথা বিবেচনা করবেন কিনা, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি। তবে তিনি বলেন, প্রভিন্সের সার্জনদের মধ্যে জরুরী অস্ত্রোপচারগুলো বন্টন করার একটি পদ্ধতি অন্বেষণ করছে তাঁর মন্ত্রণালয়। তবে এ ক্ষেত্রে অন্টারিও হেলথ এর সিইও ম্যাট অ্যান্ডারসন বলেন, বেসরকারী ক্লিনিকে কোন ধরনের অস্ত্রোপচার করা হবে বা কোন ক্লিনিকে এসব অস্ত্রোপচার হবে এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় এখনও স্পষ্ট করে কিছু জানায় নি।

হাসপাতালের উপর চাপ কমানোর আরেকটি প্রচেষ্টার অংশ হিসেবে প্রভিন্সটি গত বৃহস্পতিবার আইন প্রবর্তন করেছে। যাতে লং টার্ম কেয়ার হোমের জন্য অপেক্ষামান রোগীদের তাদের পছন্দের নয় এমন একটি নার্সিং হোমে পাঠাতে সক্ষম হবে। কারণ অনেক সময় পছন্দমত নার্সিং হোমে জায়গা না থাকার ফলে রুগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং তাদের হাসপাতালে না রেখে আর কোন উপায় থাকে না। মন্ত্রী বলেন, এ পরিবর্তনের ফলে বর্তমানে হাসপাতালগুলোর উপর যে প্রচণ্ড চাপ লক্ষ্য করা যায়, সেটা কিছুটা কমবে। লং টার্ম কেয়ার মন্ত্রী পল ক্যালান্ড্রা বলেন, এ আইনটি হাসপাতালে অবস্থান করছেন এমন ব্যক্তিদের সাথে কথোপকথন চালিয়ে যাওয়ার সুযোগ তৈরী করে দেবে, এবং তাঁরা অনুধাবন করতে সক্ষম হবেন, তাঁদের প্রয়োজন লং টার্ম কেয়ার হোমেই পূরণ করা সম্ভব। উল্লেখ্য, অন্টারিও’তে এই গ্রীষ্মের শেষ নাগাদ কোভিড-১৯ আইসোলেশনের জন্য স্থাপিত ৩০০টি লং টার্ম কেয়ার বেড সরিয়ে দেবে এবং আগামী ৬ মাসের মধ্যে আরো ১ হাজারের বেশি এ ধরনের বেড সরিয়ে নেয়া হবে।

ক্যালান্ড্রা আরও বলেন, পরিবর্তনের ফলে অগ্রাধিকারে থাকা অপেক্ষমান তালিকা প্রভাবিত হবে না এবং কাউকে লং টার্ম কেয়ার হোম থেকে বের করে দেয়া হবে না।
কম জরুরী প্যারামেডিক সেবার ক্ষেত্র প্রসারের ব্যাপারে উল্লেখ করা হয়, অন্টারিও’তে একটি পাইলট প্রকল্প চালু করা হবে যা প্যারামেডিকদের প্রতি কলে রোগীদের জরুরি বিভাগে নিয়ে যাওয়া এড়াতে অনুমতি দেওয়া হবে। এই প্রকল্পটি প্যারামেডিকদের রোগীদের চিকিৎসা করতে বা তাদের আলাদা পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়ার অনুমতি দিবে। প্যারামেডিক পাইলট প্রকল্পের প্রথম ধাপটি ২০২০ সালে ৪০টিরও বেশি পৌরসভায় কর্মসূচীসহ চালু করা হয়েছিল। যা প্যারামেডিকদের জরুরী বিভাগ ছাড়া অন্যত্র রোগীদের নিয়ে যেতে অনুমতি দেয়। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, রোগীরা ১৭ গুণ বেশি দ্রæত সেবায় পেয়েছেন।

হাসপাতাল এবং লং টার্ম কেয়ার হোমে নার্সদের স্বল্পতার কথা বিবেচনা করে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত এবং অবসরপ্রাপ্ত নার্সদের আবেদনের খরচ, পরীক্ষা ও নিবন্ধন খরচ অন্টারিও সরকার বহন করবে। তিনি আরও বলেন, তাঁর মন্ত্রণালয় একটি উদ্যোগ গ্রহণ করেছে, যাতে নার্সদের একাধিক হাসপাতালে চাকুরী করার সুযোগ থাকবে।

গ্রামীণ অঞ্চলের জরুরী বিভাগে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং ডাক্তারদের সাহায্য করার জন্য অভিজ্ঞ জরুরী চিকিৎসকদের কাছ থেকে কার্যকরী সহায়তা এবং প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি নতুন পিয়ার-টু-পিয়ার পদ্ধতি চালু করা হবে। এ ব্যবস্থাটি প্রভিন্সের ৩৭টি ছোট এবং গ্রামীণ হাসপাতালে চালু হবে। তবে তার আগে বিষয়টি কতটুকু কার্যকরী হবে সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য পাঁচটি হাসপাতালে শুরু করা হবে। উল্লেখ করা হয়, যে সব ডাক্তার উত্তরাঞ্চলীয় এবং গ্রামীণ জরুরী বিভাগে কাজ করতে চান তাদের নিবন্ধন প্রক্রিয়া দ্রæত করার জন্য সরকার অন্টারিও’র কলেজ অফ ফিজিশিয়ান এবং সার্জনদের সাথে কাজ করছে।

স্বাস্থ্যমন্ত্রী এবং লং টার্ম কেয়ার মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, অন্টারিও’র স্বাস্থ্যসেবায় এই পরিবর্তন নিশ্চিতভাবে জনগণের স্বাস্থ্যসেবার মান পূর্বের চেয়ে অনেক বেশী বাড়াতে সক্ষম হবে। সূত্র : গ্লোবাল নিউজ