প্রিমিয়ার ডগ ফোর্ড

হাসান আমিন : কানাডার অন্টারিও প্রদেশে প্রায় ৫৫ হাজার শিক্ষা কর্মী কর্মবিরতির থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। অন্টারিও সরকার গত সপ্তাহে তাদের ওপর একটি চুক্তি আরোপ এবং ধর্মঘট নিষিদ্ধ করে পাস করা আইন বাতিলের ঘোষণার পর এমন পদেক্ষেপের ঘোষণা দেয় কানাডিয়ান ইউনিয়ন অফ পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই)। প্রিমিয়ার ডগ ফোর্ড আইনটি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

সিইউপিই- এর প্রতিনিধিরা গত সোমবার একটি সংবাদ সম্মেলনে বলেছেন, ফোর্ড তার প্রতিশ্রæতি লিখিতভাবে দিয়েছেন এবং উভয় পক্ষই চুক্তির আলোচনা পুনরায় শুরু করবে। এ ছাড়াও আরো অনেক সরকারি-বেসরকারি-খাতের ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডের ডানপন্থি সরকার বিল ২৮ নামের দ্য কিপিং স্টুডেন্টস ইন ক্লাস অ্যাক্ট পাস করেছে। কানাডার সংবাধানের নিয়ম অনুযায়ী প্রদেশগুলো চাইলে পাঁচ বছরের জন্য কিছু ধারা স্থগিত করতে পারে। প্রদেশেটির এই আইনের ফলে বিভিন্ন ক্ষেত্রে যেসব শিক্ষাকর্মীরা কাজ করেন তারা ক্ষতিগ্রস্ত হবেন। তা ছাড়া এটি সব ধরণের কর্মীদের ওপর আঘাত বলে মনে করা হচ্ছিলো।

তাদের প্রতিবাদে অন্টারিওজুড়ে এরই মধ্যে শত শত স্কুল বন্ধ হয়ে পড়ে। একটি কর্মচারী ইউনিয়ন সতর্ক করে জানিয়েছিলো, স্কুলের সহায়তা কর্মীরা শিগগিরই চাকরিতে ফিরে আসবে না। ধর্মঘটকারীরা শুক্রবার অন্টারিও সরকারি অফিস ও কুইন্স পার্ক নামে পরিচিত টরন্টোর প্রাদেশিক আইনসভার বাইরে সমাবেশ করে। এ সময় ব্যানার হাতে তাদের স্লোগান দিতে দেখা যায়।

অন্টারিওর শিক্ষামন্ত্রী বলেছিলেন, প্রদেশে আন্দোলনরত শিক্ষাকর্মীদের জন্য কোন ছাড় নেই, কারণ তাদের কর্মবিরতির বৈধতা নির্ধারণের শুনানি এই সপ্তাহান্তে অব্যাহত রয়েছে। গত শনিবার শুনানির সময় একজন সরকারী আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে, অন্টারিও লেবার রিলেশন বোর্ড কানাডিয়ান ইউনিয়ন অফ পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই) এর ৫৫ হাজার সদস্যদের কর্মবিরতিকে অবৈধ ঘোষণা করতে ব্যর্থ হলে প্রদেশের শ্রম আইনগুলো ঝুঁকিতে পরার সম্ভাবনা রয়েছে।

সরকার ধর্মঘট নিষিদ্ধ করে এবং চার বছরের চুক্তি আরোপ করে একটি আইন পাস করার প্রতিবাদে শুক্রবার থেকে শিক্ষা সহকারী, তত্ত¡াবধায়ক এবং গ্রন্থাগারিক সহ হাজার হাজার শিক্ষাকর্মী কর্মবিরতিতে যান। প্রগতিশীল রক্ষণশীল সরকার এর শিক্ষাকর্মী আইনে সত্তে¡ও ধারাটি অন্তর্ভুক্ত করেছে এবং সাংবিধানিক চ্যালেঞ্জ থেকে রক্ষা পেতে এটি ব্যবহার করতে চায় বলে জানিয়েছে।

শনিবার সিবিসি নিউজকে শিক্ষামন্ত্রী স্টিফেন লেকসে বলেন, কর্মবিরতির ব্যাপারে আমারা কোন সহনশীলতা দেখবো না। গ্রীষ্মেই আমরা এ বিষয়ে খুব পরিষ্কার করে বলে দিয়েছি যে বাচ্চাদের স্কুলে থাকতে হবে।

সিইউপিই অন্টারিওর স্কুল বোর্ড কাউন্সিল অফ ইউনিয়নের সভাপতি লরা ওয়ালটন বলেছেন, অন্টারিও সরকার উদ্দেশ্যমূলকভাবে দর কষাকষি করছে। সরকার চায় আগে ধর্মঘট প্রত্যাহার হোক, তারপর তারা আমাদের সাথে আলোচনায় যাবে। তাদের কখনোই সরল বিশ্বাসে দর কষাকষির কোনো অভিপ্রায় ছিল না।

সিইউপিই দাবি করেছে যে, শ্রমিক ধর্মঘট মূলত একটি রাজনৈতিক প্রতিবাদ। তাদের যুক্তি, এর সদস্যদের কর্মের লক্ষ্য হল সাংবিধানিকভাবে কর্মচারীদের সম্মিলিতভাবে দর কষাকষির অধিকার এবং ধর্মঘটের অধিকারকে পদদলিত করার যে সিদ্ধান্ত প্রদেশ নিয়েছে তা রাজনৈতিক প্রতিবাদের মাধ্যমে বিরোধিতা করা।

“সিইউপিই-এর অন্টারিও স্কুল বোর্ড কাউন্সিল অফ ইউনিয়নস (ওএসবিসিইউ) এর ৫৫ হাজার সদস্য ৃ যারা অন্টারিও জুড়ে পাবলিকলি ফান্ডেড স্কুলে কাজ করছেন তারা অন্টারিওর পাবলিক এডুকেশন সিস্টেমের মেরুদণ্ড,” সিইউপিই এই সপ্তাহের শুরুতে এক বিবৃতিতে বলেছে। তারা সর্বনিম্ন বেতনের শিক্ষা কর্মীও। বছরে গড়ে মাত্র ৩৯ হাজার কানাডিয়ান ডলার উপার্জন করে যা অনেককে দারিদ্র্যের দ্বারপ্রান্তে ফেলেছে, বলা হয় বিবৃতিতে।

কিন্তু ফোর্ডের সরকার আইনটিকে রক্ষার পক্ষে। শিক্ষামন্ত্রী স্টিফেন লেকস এই সপ্তাহে সাংবাদিকদের বলেছেন, শ্রমিকদের দাবি খুব বেশি ছিল।

শ্রমিকদের উপর আরোপিত চার বছরের চুক্তির মধ্যে রয়েছে ১.৫ থেকে ২.৫ শতাংশ বৃদ্ধি – যা ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় মেটাতে ইউনিয়নের দাবির চেয়ে অনেক কম। বিল ২৮-এ ধর্মঘট করা কর্মীদের জন্য দৈনিক ২,৯৬৮ (৪,০০০ কানাডিয়ান ডলার) জরিমানাও রয়েছে, যা ইউনিয়ন বলেছে যে এর বিরুদ্ধে প্রয়োজন হলে লড়াই করবে বা পরিশোধ করবে। সূত্র : সিবিসি নিউজ