অনলাইন ডেস্ক : বাংলাদেশিরা না যাওয়ায় এক বছর ধরে নাজুক অবস্থা পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন শহরের ব্যবসায়ীদের। তবে সেই খরা অবশেষে বোধহয় কাটতে চলেছে। বাংলাদেশিদের বেশি সংখ্যক মেডিকেল ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই খবরে প্রতিবেশী দেশে খুশির জোয়ার।
জানা গেছে, রোববার (১০ আগস্ট) থেকে বাংলাদেশিদের মেডিকেল ভিসা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হবে। তাতে ব্যবসা-বাণিজ্য পুনরুজ্জীবিতের আশায় নতুন করে বুক বাধছে কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রবাদ, ব্যাঙ্গালোর ও দিল্লির ব্যবসায়ীরা।
জানা গেছে, পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রতি বছর প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। তবে গত বছরের ৫ আগস্টের পর দীর্ঘ এক বছর ধরে ভিসানীতির মারপ্যাচে ভারতে বাংলাদেশি পর্যটক ও চিকিৎসাপ্রার্থীর সংখ্যা একেবারেই কমে যায়। এতে মাথায় হাত পড়ে ভারতীয় ব্যবসায়ীদের। রুটি-রুজি হারিয়ে অনেকেই চলে যান ভিন্ন জীবিকায়।
এতে কলকাতার প্রাণকেন্দ্র নিউমার্কেট, ভারতের রাজধানী শহর দিল্লি, দক্ষিণ ভারতের চেন্নাই, হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালোর শহরেও বড় বড় হাসপাতালগুলোতেও ভঙ্গুর হয়ে পড়ে বাংলাদেশ-নির্ভর ব্যবসা ও অর্থনীতি। এর প্রভাবে ক্ষতির মুখে পড়ে ভারতীয় হাসপাতাল, হোটেল, পরিবহন ও খুচরা ব্যবসায় খাত।
তবে ভিসানীতি সহজ করায় আবারও বেশি সংখ্যক বাংলাদেশি ভারতে যেতে পারবেন বলে খুশি ওপারের ব্যবসায়ীরা। বাংলাদেশিরা গেলে আগের সংকট অচিরেই কাটিয়ে উঠবেন বলে আশা হাসপাতাল কতৃপক্ষের।
একই আশা হোটেল ব্যবসায়ী, মুদ্রা বিনিময়, পরিবহন ব্যবসায়ী থেকে শুরু করে পোশাক ও খাদ্য সামগ্রী ব্যবসায়ীদেরও। সকলেই চান ধর্ম, রাজনীতি ও হানাহানি বাদ দিয়ে সবকিছুর ঊর্ধ্বে উঠে দুই দেশের মৈত্রী সম্পর্ক অটুট থাকুক।






