A boat rides past giant skyscrapers at the Marina waterfront seen from Palm Jumeirah island in Dubai, United Arab Emirates, Saturday, Sept. 22, 2018. (AP Photo/Aijaz Rahi)

অনলাইন ডেস্ক : নির্দিষ্ট বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার দেশটির সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মাকতুম বিন রশিদ আল মাকতুম বলেন, বিনিয়োগকারী, বিশেষ মেধাসম্পন্ন ব্যক্তি, কর্মদক্ষ , বিজ্ঞানী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, লেখক, চিত্রশিল্পী, ও তাদের পরিবারদের নাগরিকত্ব দেওয়া হবে।

মাকতুম আরও বলেন, আরব আমিরাতের মন্ত্রীসভা, স্থানীয় প্রশাসন কারা নাগরিকত্ব পাবেন সেটি ঠিক করবেন।

আরব আমিরাত সরকার জানিয়েছে, দেশটিতে অবস্থানরত মেধাবী ও দক্ষ বিদেশিদের নাগরিকত্ব প্রদানের লক্ষ্যেই নাগরিকত্ব আইনের সংশোধন করা হয়েছে। এর ফলে আমিরাতে আরও বেশি মেধাবী ও দক্ষ লোকজনকে আকৃষ্ট করা সম্ভব হবে।

আরব আমিরাতে নাগরিকের সংখ্যা খুবই কম। দেশটিতে বিপুল সংখ্যক বিদেশিরা কাজ করেন। এদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ এশিয়া অঞ্চলের।