
হাসান আমিন : কানাডার ফেডারেল পরিবহন মন্ত্রণালয় ঘোষণা করেছে, খুব শীঘ্রই কানাডা মহাকাশে বাণিজ্যিক উপগ্রহ চালু করার লক্ষ্য নির্ধারণ করেছে। এর অংশ হিসেবে কানাডার মাটি থেকে মহাকাশে বাণিজ্যিক উপগ্রহ চালু করতে আগ্রহী সংস্থাগুলোকে আকৃষ্ট করতে অটোয়া দেশের বিশাল ভৌগলিক এবং মহাকাশ দক্ষতাকে ব্যবহার করার প্রত্যাশা করছে।
পরিবহন মন্ত্রী ওমর আলঘাব্রা গত ২০ জানুয়ারি, শুক্রবার ঘোষণা করেছেন, আগামী তিন বছরের মধ্যে কানাডা থেকে বাণিজ্যিক উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণের সক্ষমতা অর্জন করতে ফেডারেল সরকার নিয়ন্ত্রক আবশ্যকতা, সুরক্ষা মান এবং প্রয়োজনীয় লাইসেন্সিং শর্তগুলো স¤প্রসারিত করবে। মন্ত্রী মন্ট্রিলের দক্ষিণে লংগুইলে কানাডিয়ান স্পেস এজেন্সির সদর দফতরে দেয়া এক বক্তব্যে বলেন, ‘অনেক বছর ধরে, কানাডিয়ান স্যাটেলাইটগুলো অন্যান্য দেশের সাইট থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এখন আমাদের নিজ ভূখণ্ড থেকে এগুলো উৎক্ষেপণ করার সময় এসেছে।’
আলঘাব্রা আরও বলেছেন, কানাডা অন্তর্র্বতীকালীন সময়ে মহাকাশে উপগ্রহ উৎক্ষেপণগুলো পর্যায়ক্রমে অনুমোদন দিতে প্রস্তুত এবং তিনি বেসরকারী সংস্থাগুলোকে প্রকল্পগুলোর সাথে এগিয়ে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
এই উৎক্ষেপণগুলো কিভাবে, কোথায় এবং কখন সংঘটিত হবে তা নির্ধারণ করার জন্য বিদ্যমান নিয়ন্ত্রক কাঠামো ব্যবহার করে কানাডা মূলত অবিলম্বে বাণিজ্যিক উৎক্ষেপণ কার্যক্রম শুরু করতে চায়। এই পরীক্ষণ সময়টি প্রায় তিন বছর স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। এই সময়ের মধ্যে ট্রান্সপোর্ট কানাডা অন্যান্য প্রাসঙ্গিক ফেডারেল সংস্থা এবং নিয়ন্ত্রকদের সাথে কাজ করে দেশে আধুনিক মহাকাশ উৎক্ষেপণ কার্যক্রমের জন্য একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করতে ব্যয় করবে।
মন্ত্রী বলেন, ‘আজকের ঘোষণাটি তাদের জন্য একটি শক্তিশালী সংকেত, যারা কানাডায় আসা এবং কানাডার সুবিধার সদ্ব্যবহার করতে আগ্রহী।’ মন্ত্রী নিশ্চয়তা দেন, আগামী তিন বছরের মধ্যে প্রথম দেশীয় মহাকাশ উৎক্ষেপিত হবে।
মন্ট্রিয়ল এর সাংসদ এবং প্রাক্তন নভোচারী মার্ক গার্নিউ বলেছেন, উপগ্রহ উৎক্ষেপণের অবস্থানের ক্ষেত্রে কানাডার অনেকগুলো ভৌগলিক সুবিধা রয়েছে, যার মধ্যে একটি বিস্তীর্ণ, কম জনবহুল অঞ্চল এবং উচ্চ-ঝোঁক কক্ষপথের জন্য বিস্তৃত সম্ভাবনা। তিনি বলেন, কানাডা আগে সাবঅরবিটাল রকেট উৎক্ষেপণ করেছে – যা মহাকাশে যায় এবং নিচে পড়ে যায় – তবে দেশটি এখনও একটি অরবিটাল স্পেস ফ্লাইট চালু করেনি।
মন্ত্রী আলঘাব্রা জানান, যে বেশ কয়েকটি কোম্পানি কানাডা থেকে লঞ্চে আগ্রহ প্রকাশ করেছে, তাদের মধ্যে রয়েছে মেরিটাইম লঞ্চ, যা উত্তর-পূর্ব নোভাস্কশিয়াতে দেশের প্রথম মহাকাশ বন্দর নির্মাণের পরিকল্পনা করছে। কোম্পানির সিইও স্টিফেন মাটিয়ার বলেছেন, তাদের কোম্পানি এই বছরের শেষের দিকে ক্যানসো, এনএস-এ একটি প্রথম সাবঅরবিটাল পরীক্ষা শুরু করবে এবং পরবর্তী বছর একটি ছোট অরবিটাল রকেট উৎক্ষেপণ করবে বলে আশা করছে।
কোম্পানিটি ২০২৫ সালে লোড বহনে সক্ষম তার প্রথম রকেট উৎক্ষেপণ করতে সামর্থ্য হবে বলে আশা করছে এবং এক বছর পরেই ৮ থেকে ১০ টি রকেট উৎক্ষেপণ করার পরিকল্পনা রয়েছে। সূত্র : দ্য কানাডিয়ান প্রেস