৪র্থ মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল, টরন্টো-২০২১ এর উদ্বোধনী দিনে টরন্টো ফিল্ম ফোরামের কয়েকজন সদস্য

অনলাইন ডেস্ক : গত ২৩শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল দশটায় টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত ৪র্থ মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল, টরন্টো-২০২১ এর উদ্বোধন করলেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল। উল্লেখ্য, করোনাজনিত কারণে এবার টরন্টো ফিল্ম ফোরাম সেপ্টেম্বরের ২৩ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত ছয় দিনব্যাপী অনলাইনে এই মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করেছে। ফেস্টিভ্যালের উদ্বোধনী দিনের সকাল দশটায় ভারতের এই প্রতিথযশা চলচ্চিত্র নির্মাতা বোম্বে থেকে অনলাইনে ফেস্টিভ্যালের উদ্বোধন ঘোষণা করেন।

তাঁর উদ্বোধনী বক্তৃতায় তিনি এই আয়োজনের জন্য টরন্টো ফিল্ম ফোরাম এবং এর সাথে জড়িত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, বহু দেশের এবং বহু ভাষার চলচ্চিত্র আমাদের মনোজগতকে অনেক বেশী প্রসারিত করে। সেই সাথে এমন ধরনের আয়োজন একে অপরের সংস্কৃতিকে ভালভাবে জানার পথ উন্মুক্ত করে দেয়। তিনি আরও বলেন, একে অপরের ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ আমাদেরকে প্রতিনিয়ত আরও সুন্দর মানুষ, সমাজ ও পৃথিবী গড়তে সহায়তা করে। উল্লেখ্য, ১৯৩৪ সালে শ্যাম বেনেগাল ভারতের হায়দ্রাবাদে জন্ম গ্রহণ করেন। গত শতাব্দীর সত্তরের দশকে ভারতীয় চলচ্চিত্রের ‘নিউ ওয়েভ’ এর তিনি একজন অন্যতম প্রাণপুরুষ। তাঁর হাত ধরেই শাবানা আজমী, নাসিরুদ্দিন শাহ এবং অন্যান্য প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনয় শিল্পীদের উত্থান ঘটে। শ্যাম বেনেগালের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হচ্ছে, অংকুর, নিশান্ত, মন্থন, ভূমিকা, সরদারি বেগম, যোবাইদা। তিনি চলচ্চিত্র পরিচালনার জন্য বেশ কয়েকবার ভারতের জাতীয় পুরষ্কার পান। তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ এবং দাদা সাহেব ফালকের মত গুরুত্বপূর্ণ সম্মানে ভূষিত হয়েছেন। বাংলাদেশ সরকারের উদ্যেগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিতব্য চলচ্চিত্রের তিনি পরিচালক।

ছয় দিনব্যাপী অনলাইন চলচ্চিত্র উৎসবে ইতোমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় তিন শত পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্য চলচ্চিত্রের প্রদর্শনী চলচ্ছে। এই চলচ্চিত্র উৎসবের ছবিগুলো দেখার জন্য দর্শকদের কোন অর্থ ব্যয় বা রেজিস্ট্রেশন করতে হবে না। চলচ্চিত্র উৎসবের ছবিগুলো দেখার জন্য ওয়েব সাইট লিংক এ ক্লিক করলেই যে কেউ পৃথিবীর যে কোন প্রান্ত থেকে বিশেষ দিনের চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন। চলচ্চিত্র দেখার ওয়েব সাইট হচ্ছে –
torontomulticulturalfilmfestival.com

উল্লেখ্য, কানাডায় বসবাসরত বাংলাদেশী স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্রপ্রেমীদের উদ্যেগে ২০১৪ সালে টরন্টোতে টরন্টো ফিল্ম ফোরাম গঠিত হয়। এই ফোরাম গঠনের একটি প্রধানতম লক্ষ্য ছিল, পৃথিবীর বহুজাতিক স্বাধীন এবং বিকল্পধারার চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্রের প্রদর্শন করা। মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজনের মধ্য দিয়ে টরন্টো ফিল্ম ফোরামের সদস্যরা মনে করেন, বহু ভাষা ও বহু জাতির মানুষের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানই পারে আমাদের এই পৃথিবীকে আরও সুন্দর ও শান্তিময় করে তুলতে।

টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত ৪র্থ মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল, টরন্টো-২০২১ এর স্পন্সররা হচ্ছেন, ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ, রিয়েল স্টেট ব্রোকার শেখ হাসিব হোসেন, মর্টগেজ ব্রোকার আসাবুদ্দিন খান আসাদ, ব্যারিস্টার চয়নিকা দত্ত, ব্যারিস্টার রিজওয়ান রহমান, মর্টগেজ ব্রোকার মোর্শেদা শরীফ, রিয়েল স্টেট ব্রোকার গৌতম পাল, রিয়েল স্টেট ব্রোকার মাসুদ গালিব, রিয়েল স্টেট ব্রোকার অলোক চৌধুরী, আর্কিটেক্ট ফয়সাল আহমেদ, আলবিয়ন বিল্ডার্সের জামাল হোসেন- ফরিদা হক এবং রাশ এর শাহিন খান।
চলচ্চিত্র উৎসবের ছবিগুলো দেখার লিংক হচ্ছে : torontomulticulturalfilmfestival.com