গত ৩১শে মার্চ বৃহস্পতিবার ২০০২ সন্ধ্যা ৭-৩০ মি: মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। টরন্টোস্থ ২৮৯১ ড্যানফোর্থ রোড ইস্টার পালাস্ রেস্টুরেন্টে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারুক খান। সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুজন দেওয়ান। উক্ত সভায় সবার সম্মতিক্রমে আগামী ১৪ এপ্রিল বৃহস্পতিবার ১৩ রমজান ইফতার পার্টি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
স্থান : ISLAMIC RESEARCH CENTRE
1 STAMFORD SQYUARE TORONTO
ST. CLAIR & VICTORIA PARK AVE.
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো: মিজানুর রহমান বাদল, গোলাম রনি, তাজুল ইসলাম, মো: জাকির হোসেন, মাহবুব শ্যামল ও আশিকুর রহমান আশিক। পবিত্র মাহে রমজান মাসে বিক্রমপুর সমিতি আয়োজিত ইফতার পার্টিতে বিক্রমপুরের সবাইকে আসার আমন্ত্রণ জানান ফারুক খান এসোসিয়েশনের পক্ষে।