অখিল সাহা, টরন্টো : দেশের সর্বোচ্চ অসামরিক পদক একুশে পদকপ্রাপ্ত দেশের বৃহত্তম সমাজমনষ্ক সাংস্কৃতিক সংগঠন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর যশোরের টাউন হল ময়দানে অনুষ্ঠেয় ১৯৯৯ সালের জাতীয় সম্মেলনে মৌলবাদী শক্তি কর্ত্তৃক বোমা হামলার থমকে থাকা বিচার কাজের ২৩ বছর পার হয়ে যাবে ৬ই মার্চ ২০২৩। দেশের ও জাতির স্বাধীনতা ও সংস্কৃতির শত্রæ আত্মস্বীকৃত মৌলবাদী শক্তি কর্ত্তৃক মধ্যরাতের সেই বোমা হামলায় ১০ জন সংস্কৃতি কর্মী নৃশংসভাবে নিহত হন এবং আহত হন দেড় শতাধিক। দুর্ভোগের শিকার হয়ে দুর্বিসহ জীবন কাটাচ্ছেন নিহত এবং আহতদের পরিবারগুলো। কিন্তু দেশ ও জাতি সেই হতভাগ্যদের জন্য ন্যুনতম নাগরিক অধিকার হিসাবে বিচারের কাজটাও সমাপ্ত করতে পারেনি।

কানাডা সংসদ উদীচীর পক্ষ থেকে সভাপতি সুভাষ দাশ ও সাধারণ সম্পাদক মিনারা জহির স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে সিআইডির তদন্তাধীন উক্ত মামলার অবিলম্বে থমকে থাকা বিচার কাজ সমাপ্ত করার তাগিদ জানান। বিচারহীনতার কারণে যেন আর কোন সংস্কৃতি কর্মী বা নাগরিক কোন প্রকার হত্যার স্বীকার না হন, তা নিশ্চিত করতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সরকারের প্রতি আহ্বান জানান।