অনলাইন ডেস্ক : এবার লাদাখে ঘটলো ‘গোলাগুলির’ ঘটনা। চীনের দাবি, সোমবার লাদাখের প্যাংগং লেকের তীরে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএ সি) পার হয়ে গুলি চালিয়েছে ভারতীয় সেনারা। তবে গোলাগুলিকে ‘ওয়ার্নিং শট’ হিসেবে উল্লেখ করেছে।

চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) এক মুখপাত্র বলেন, চীনা সীমান্ত রক্ষীরা ওই পরিস্থিতি স্থিতিশীল রাখতে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।

তবে ঠিক কী ধরণের চীনের বাহিনী পাল্টা ব্যবস্থা নিয়েছিল তা পরিষ্কার উল্লেখ করা হয়নি। এদিকে এই ব্যাপারে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য করা হয়নি।

পিএলএ’র একজন মুখপাত্র বলেন, ভারতীয় সেনারা ‘অবৈধভাবে এলএসি অতিক্রম করে প্যাংগং লেকের দক্ষিন তীরে এবং শেনপাও পার্বত্য এলাকায় প্রবেশ করেছে।

চীনে ভারতীয় বাহিনীর ওই পদক্ষেপকে ‘ভয়াবহ উস্কানি’ হিসেবে উল্লেখ করেছে। সেইসঙ্গে বলেছে, ভারতকে শিগগিরই এই ধরনের বিপজ্জনক পদক্ষেপ বন্ধ করার অনুরোধ করছি।

এদিকে গত কয়েকদিন থেকে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সীমান্ত থেকে পাঁচ ভারতীয় যুবককে অপহরণ করেছে চীনা বাহিনী। এনডিটিভি