অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, তিনি বিদেশি চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন। তার দাবি, বিদেশি প্রতিযোগিতার কারণে হলিউড “অত্যন্ত দ্রুতগতিতে মৃত্যুর মুখে পতিত হচ্ছে”।
রবিবার একটি সামাজিক মাধ্যম পোস্টে ট্রাম্প জানান, তিনি বাণিজ্য বিভাগ এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়কে নির্দেশ দিয়েছেন যেন তারা অবিলম্বে “বিদেশি যেকোনো চলচ্চিত্রের” ওপর শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করে।
তিনি লেখেন, “অন্যান্য দেশ আমাদের চলচ্চিত্র নির্মাতাদের ও স্টুডিওগুলোকে নানা প্রণোদনা দিয়ে যুক্তরাষ্ট্র ছাড়তে উৎসাহ দিচ্ছে। হলিউড এবং যুক্তরাষ্ট্রের আরও অনেক ক্ষেত্র এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
ট্রাম্প আরও বলেন, “এটি অন্যান্য জাতির একটি সমন্বিত প্রচেষ্টা এবং তাই এটি একটি জাতীয় নিরাপত্তার হুমকি। এটি শুধুমাত্র অর্থনৈতিক নয়, বরং বার্তা ও প্রচারণার বিষয়ও বটে।”
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “এখন আমরা খুব কম সিনেমা তৈরি করছি। অনেক দেশ আমাদের সিনেমা শিল্প চুরি করে নিচ্ছে। যদি তারা যুক্তরাষ্ট্রে সিনেমা তৈরি না করে, তাহলে সেই ছবিগুলোর ওপর শুল্ক আরোপ করা উচিত।”
তবে এই শুল্ক বাস্তবে কীভাবে কার্যকর হবে, বিশেষ করে যে চলচ্চিত্রগুলো একাধিক দেশে শুটিং ও প্রযোজনা হয়, তা তিনি পরিষ্কার করেননি।
এই ঘোষণার আগে জানুয়ারিতে ট্রাম্প অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন, মেল গিবসন এবং জন ভয়েট-কে “বিশেষ দূত” হিসেবে নিয়োগ দেন, যাদের দায়িত্ব দেওয়া হয়েছে হলিউডের হারানো ব্যবসা ফিরিয়ে আনার।
তখন তিনি বলেছিলেন, এই অভিনেতারাই হবেন “আমার চোখ ও কান”, যখন তিনি “হলিউডের সোনালি যুগ” ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করবেন।
কোভিড-১৯ মহামারি ও ২০২৩ সালের লেখক ও অভিনেতাদের ধর্মঘটের পর হলিউড কঠিন সময় পার করছে। গাওয়ার স্ট্রিট অ্যানালিটিক্স-এর তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বব্যাপী হলিউড স্টুডিওগুলো প্রায় ৩০ বিলিয়ন ডলার আয় করেছে, যা ২০২৩ সালের তুলনায় প্রায় ৭ শতাংশ কম এবং মহামারির আগের গড় আয়ের তুলনায় প্রায় ২০ শতাংশ কম।
সূত্র: আল-জাজিরা