অনলাইন ডেস্ক : সম্প্রতি সিরিয়ায় ইসরায়েলের বড় ধরনের হামলার পর অনেক দেশ নিন্দা জানিয়েছে। সিরিয়ার সীমান্তবর্তী রাষ্ট্র ইরানও দেশটির পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে। শুক্রবার (১৮ জুলাই) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মানবাধিকার ইস্যু এবং সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনে ইউরোপীয়দের দ্বিমুখী নীতির সমালোচনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি বলেছেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান সিরিয়ার জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের প্রকাশ্য সামরিক আগ্রাসনকে সিরিয়ার মাটিতে উত্তেজনা বৃদ্ধি হিসেবে বর্ণনা করেছে। এটি বাস্তবতাকে কাজে লাগানো এবং কূটনীতির আড়ালে সঙ্গীকে গোপন করার একটি স্পষ্ট উদাহরণ।’
আগ্রাসন এবং অবৈধ আচরণের বিরুদ্ধে দাঁড়ানোর গর্বিত ইতিহাসের সঙ্গে ইরান দৃঢ়ভাবে এই দ্বিমুখী নীতি প্রত্যাখ্যান করে বলেও উল্লেখ করেন বাঘেয়ি। তিনি বলেন, ‘সবসময়ের মতো আমরা সিরিয়ার জনগণের পাশে দাঁড়িয়েছি এবং সিরিয়ার জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে জোরের সঙ্গে সমর্থন করি।’
গত ডিসেম্বরে ইরান সমর্থিত বাশার আল আসাদ সরকারের পতন হলে সিরিয়ায় ইরান ও রাশিয়ার প্রভাবেরও পতন ঘটে। নতুন অন্তর্বর্তী সরকার সৌদিমুখী হওয়ায় পশ্চিমাদের অনুগত থাকবে বলেই ধরে নেওয়া হচ্ছে। এছাড়া সর্বশেষ ইসরায়েল-ইরান সংঘাতে সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা চালায় তেল আবিব। এমন পরিস্থিতিতেও সিরিয়ার পাশে থাকার ঘোষণা দিলো তেহরান।






