টরন্টোর সবার অতি প্রিয় মুখ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল আহমেদ গত ২৪শে জানুয়ারি, রবিবার করোনায় আক্রান্ত হয়ে টরন্টোর এক লং টার্ম কেয়ার হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী অনেক কেন্দ্রীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক ঘটনার সাথে ওৎপ্রোতভাবে জড়িত কামাল আহমেদ ছিলেন একেধারে লেখক, চিত্রশিল্পী, সাংবাদিক, চলচ্চিত্র কর্মী ও সুবক্তা। মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন হন।

সদালাপী কামাল আহমেদ ১৯৩২ সালের ২১ জানুয়ারী কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন কলকাতার একজন বিখ্যাত আর্কিটেক্ট এবং দেশভাগ পূর্ববর্তী সময়ে সম্মুখ সারির রাজনীতিবিদদের ঘনিষ্ঠজন।

কামাল আহমেদের মৃত্যুতে টরন্টোর সাংস্কৃতিক কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর টরন্টো প্রবাসী কন্যা রিংকি আহমেদ তাঁর পিতার জন্য দোয়া করার জন্য সবার প্রতি অনুরোধ করেছেন।

কামাল আহমেদ ও তাঁর স্ত্রী সাঈদা আহমেদকে নিয়ে চলচ্চিত্র নির্মাতা ফুয়াদ চৌধুরী ‘এজিং ইন এ ফরেন ল্যান্ড’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। প্রামাণ্যচিত্রটির লিংক হচ্ছে : https://www.youtube.com/watch?v=5lPTGLycDMc