বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন অঙ্কিতা লোখান্ডে। সেই স্বপ্ন পূরণ হলো। সুশান্ত সিংয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। এর আগে ২০১৬ সালেই তাদের সম্পর্ক ভেঙে যায়।
সুশান্তকে নিয়ে অঙ্কিতার অতীতের সুখস্মৃতিগুলো ভোলার নয়। এতদিন সেই স্মৃতি তাকে বেশ পুড়িয়েছে।
তবে জীবন থেমে থাকে না। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় এই নায়িকা সব অতীত পেছনে ফেলে জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন। ভিকি জৈনের সঙ্গে গাটছাড়া বাঁধতে চলেছেন। আজ তাদের বাগদান। বিয়ে পরশু।
ভারতের জনপ্রিয় বিনোদনভিত্তিক ওয়েবসাইট পিঙ্ক ভিলার খবরে বলা হয়েছে— সুশান্তের সঙ্গে ব্রেকআপের পর ভিকিই আগলে রেখেছিলেন অঙ্কিতাকে। অবশেষে পরিণতি পাচ্ছে তাদের তিন বছরের প্রেম সম্পর্ক।
অবশ্য কদিন আগেও বিয়ে নিয়ে লুকোচুরি করেছেন দুজনে। বিয়ের কার্ড প্রকাশ করার পর আর ঢেকে রাখতে পারেননি।
ইতোমধ্যে তাদের প্রি-ওয়েডিং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, অঙ্কিতা-ভিকি দুবাইয়ের সমুদ্রসৈকতে রোমান্স করছেন। সাদা শাড়িতে অঙ্কিতাকে আবেদনময়ী লাগছে। ভিকিও তার সঙ্গে মিলিয়ে সাদা শার্ট-প্যান্ট পরেছেন।
বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, আজ অঙ্কিতা-ভিকির বাগদান। গতকাল হলুদ সন্ধ্যা হয়ে গেছে। পরশু সাতপাকে বাঁধা পড়বেন তারা। টানা তিন দিন চলবে রাজকীয় আয়োজন।
১৪ ডিসেম্বর তাদের বিয়ের অনুষ্ঠান। মুম্বাইর গ্র্যান্ড হায়াত হোটেলে জমকালো আয়োজনে বিয়ে হবে। দুই পরিবারের ঘনিষ্ঠজনরা বিয়েতে উপস্থিত থাকবেন।
আয়োজন শুরু হবে দুপুর ১২টা থেকে। একই তারিখে রাত ৮টা থেকে শুরু হবে রিসেপশন পার্টি।
পাঁচ দিন আগে পায়ে চোট পান অঙ্কিতা। প্রাথমিক চিকিৎসার পর অঙ্কিতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে সম্পূর্ণ বিশ্রাম অর্থাৎ বেড রেস্ট করার পরামর্শ দেন চিকিৎসক। এ কারণে মন্দিরে যাওয়া হয়নি অঙ্কিতা-ভিকির।






