লিবারেল এম.পি. প্রার্থী বিল ব্লেয়ার ও কনজারভেটিভ এম.পি. প্রার্থী মহসিন ভূঁইয়া

বিল বোর্ড জঙ্গলে ছুঁড়ে ফেলে দেয়া অপরাধমূলক, অগণতান্ত্রিক -বিল ব্লেয়ার
বিল বোর্ড ছুঁড়ে ফেলা কিংবা প্রচারে বাঁধা দেয়া অপরাধমূলক, অগ্রহণযোগ্য কাজ – মহসিন ভূঁইয়া

 

সুহেল ইবনে ইসহাক: গত ৩১ অগাস্ট স্কারবারো সাউথ-ওয়েস্ট এর সাবেক দু’বারের এম.পি. ও সাবেক মন্ত্রী বিল বেøয়ার তার ভেরিফাইড ফেইসবুক আই.ডি. হতে পোস্ট করা একটি পোস্টে তিনি লিখেন, “সকালে আমার টিমকে জানানো হয়েছে যে, আমাদের প্রচুর সংখ্যক দলীয় নির্বাচনী বিল বোর্ড তুলে নিয়ে একটি জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। এই ধরনের আচরণ অপরাধমূলক, অগণতান্ত্রিক এবং কানাডিয়ানদের নয়। এই বিল বোর্ডগুলো স্কারবারো সাউথ-ওয়েস্ট এর বাড়ীর আঙিনায় স্বেচ্ছাসেবকদের একটি কঠোর পরিশ্রমী গোষ্ঠীর দ্বারা স্থাপন করা হয়েছিল।”

বিল বেøয়ার বলেন, “যখন আমি এখানে স্কারবোরো সাউথওয়েস্টে দরজায় দরজায় নির্বাচনী প্রচারণায় যাই, তখন আমি লাল, নীল, কমলা, সবুজ সব রঙের বিলবোর্ড দেখতে পাই, এবং ঠিক এভাবেই হওয়া উচিত। এটি মতামত, বিশ্বাস এবং মূল্য ব্যবস্থার বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করে যা আমাদের স¤প্রদায় এবং আমাদের দেশকে অনেক অবিশ্বাস্য করে তোলে। যেহেতু সব দল তাদের ধারণা, প্রতিশ্রæতি গুলি দেশজুড়ে প্রচার করে চলেছে, সেই লক্ষ্যে আসুন একে অপরকে সম্মান করি এবং সন্ধান করি-এটিই সঠিক, এবং কানাডার নাগরিকসূলভ আচরণ।”এই পোস্টটিতে ১.১ কে কমেন্টস ও ২৭৫ শেয়ার হয়েছে।

এ ব্যাপারে কনজারভেটিভ দলের প্রার্থী মহসিন ভূঁইয়া বাংলা কাগজকে বলেন, “প্রথমত, আমি এহেন কাজের নিন্দা করি, যা হয়েছে তা অমানবিক, অপরাধমূলক। নির্বাচনে কোনো প্রতিদ্বন্ধী প্রার্থীর বিলবোর্ড স্পর্শ করাটা আমি অপরাধ মনে করি। কারো কোনো প্রার্থীকে পছন্দ না হলে আপনি তাকে ভোট দেবেন না, কিন্তু তাই বলে তার বিল বোর্ড ছুঁড়ে ফেলা কিংবা প্রচারে বাঁধা দেয়া অপরাধমূলক, অগ্রহণযোগ্য কাজ।”

তিনি আরো বলেন, “আমাদের দলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। আমার অনেক বিলবোর্ড বিভিন্ন স্থানে মাটির সাথে পুঁতে রেখেছে, যা কাম্য নয়। তাই রাইডিংয়ের জনগণের প্রতি আমার আকুল আবেদন, কেউ যদি এমন গর্হিত কাজ কাউকে করতে দেখেন, তাহলে সরাসরি ৯১১-এ কল করবেন। যে দলেরই হোক সংশ্লিষ্ট দলের নির্বাচনী অফিসে ফোন করে জানানোর অনুরোধ করি। সেক্ষেত্রে আমরা তড়িৎ ব্যবস্থা নিতে সক্ষম হবো।”

স্কারবারো সাউথ-ওয়েস্ট এর অধিবাসী মোহাম্মদ কামিল হুসাইন বাংলা কাগজকে বলেন, “যেহেতু এই আসনে বাঙালি ভোটারের সংখ্যা বেশি এবং কনজারভেটিভ দলের শক্ত প্রতিদ্ব›দ্বী প্রার্থী মহসিন ভূঁইয়া একজন বাঙালি, তাই কনজারভেটিভ প্রাথী ও দলকে এসব গর্হিত কর্মের বিষয়টি নজরে নিয়ে, সাবধানতার সহিত নির্বাচনী কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। ভোটারেরা কনজেরভেটিভ দলের দিকেই আঙ্গুল তুলবে”।

কমিউনিটি একটিভিস্ট কামরুল হাসান শাহান বাংলা কাগজকে বলেন, “যেই করে থাকুক এই ধরণের কাজ অসমর্থনযোগ্য, অসৌজন্যমূলক ও অগণতান্ত্রিক।কানাডার মতো দেশে এইসব হিংসাত্বক কাজ কোনোভাবেই মেনে নেয়া যায় না।

বাংলাদেশী একজন শক্ত প্রতিদ্ব›দ্বী হিসেবে মহসিন ভূঁইয়া ভোটারের ঘরে ঘরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অন্য কেউ এহেন কাজটি করে ভোটারের কাছে তাঁর নেতিবাচক পরিচয় তুলে ধরার অপচেষ্টাও করতে পারে।