অনলাইন ডেস্ক : হাজার হাজার আফগান শরণার্থীদের দেশে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান।চলতি মাসেই ১৯ হাজার ৫০০ আফগানকে ফেরত পাঠিয়েছে তারা। নিজে থেকে চলে গেছে আরও ৮০ হাজার শরণার্থী। জাতিসংঘের অভিবাসন সংস্থার দেওয়া তথ্যের বরাতে এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পাকিস্তান সরকার জানিয়েছে, তারা অনথিভুক্ত আফগানদের দেশে ফেরত পাঠাচ্ছে। তারা এই ভার আর বহন করতে পারছে না। প্রতিদিনই ৭০০ থেকে ৮০০ পরিবারকে ফেরত পাঠানো হচ্ছে।

আফগানিস্তানের তালেবান সরকার জানায়, আগামী মাসগুলোতে অন্তত ২ লাখ শরণার্থী আফগানিস্তানে প্রবেশ করতে পারে বলে তারা অনুমান করছেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার গতকাল শনিবার কাবুলে গিয়ে তালেবান কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। এই ফেরত পাঠানো নিয়ে তার কাছে উদ্বেগ প্রকাশ করেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী।

ফেরত যাওয়া কয়েকজন আফগান জানান, তারা পাকিস্তানেই জন্মগ্রহণ করেছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার হিসেব অনুযায়ী, পাকস্তিানের ৩৫ লাখ আফগান বসবাস করছে। তাদের মধ্যে ৭ লাখ আফগান ২০২১ সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর পালিয়ে আসে। জাতিসংঘের ধারণা, প্রকৃত সংখ্যা আরও বেশি। ৫০ শতাংশ শরণার্থী নথিভুক্ত হয়ে থাকতে পারে।