অনলাইন ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ব্যবসায়ীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সিন্ডিকেট করতে হবে। আগামী ১০ দিন আপনারা পেঁয়াজ ক্রয় না করে ব্যবহার বন্ধ রাখেন। দেখবেন দাম এমনিতে কমে যাবে।
বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারত ডব্লিউটিওর নীতি ভঙ্গ করছে কি না, তা আমরা খতিয়ে দেখব। আগামী এক মাস মানুষকে পেঁয়াজ খাওয়ার বিষয়ে ধৈর্য ও সহনশীল হতে হবে। মানুষ সহনশীল হলে দাম স্বাভাবিক হবে। দয়া করে এক মাস সাশ্রয়ী হোন।’
বাণিজ্যমন্ত্রী বলেন, প্যানিক সৃষ্টি করে ব্যবসায়ীরা সুবিধা নিচ্ছে। এখন যাদের প্রয়োজন এক কেজি, তিনি কেনেন ১০ কেজি। এটাই সমস্যা।’ আগামী ১০ দিন কেউ পেঁয়াজ না কিনলে দাম স্বাভাবিক হয়ে যাবে বলে জানান তিনি।
এদিকে পেয়াঁজ আমদানি নিরবচ্ছিন্ন রাখতে যত তাড়াতাড়ি সম্ভব পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।