বিনোদন ডেস্ক : সুকেশের সঙ্গে সম্পর্কের জেরেই একের পর এক সংবাদ শিরোনামে বলিউড সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। সুকেশের ২০০ কোটি রুপির মানি লন্ডারিং মামলায় এ নিয়ে তৃতীবারের মতো জেরার মুখে পড়লেন জ্যাকলিন। বিষয়টি নিয়ে এর আগে গোলমাল দেখা দিয়েছিল অভিনেত্রী আর পিঙ্কির বয়ানে। এই পিঙ্কিই নাকি কোটি টাকার বিনিময়ে সুকেশের সঙ্গে ঘনিষ্ঠ আলাপ করিয়ে দিয়েছিলেন জ্যাকুলিনকে।
বুধবার জ্যাকলিন ফার্নান্ডেজ এবং পিঙ্কি ইরানির দেওয়া বিবৃতিতে অসঙ্গতি খুঁজে পেয়েছে দিল্লি পুলিশ। ২০০ কোটি টাকা তোলাবাজির মামলায় উভয়কেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দিল্লির অপরাধ দমন শাখা।
টানা আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে আপাতত ছেড়েছে পুলিশ। প্রথম দফায় আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল জ্যাকলিন এবং পিঙ্কিকে। কিন্তু তাঁদের বয়ানে অসঙ্গতি থাকায় এবার তাদের একসঙ্গে তলব করা হয়েছিল। তদন্তের সুবিধার্থে দু’জনকে একইসঙ্গে জেরা করা হয়।
এই মাসের শুরুর দিকে, আর এক বলিউড অভিনেত্রী নোরা ফতেহিকে ছয় থেকে সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। তাঁরও বক্তব্য রেকর্ড করা হয়। জ্যাকুলিনের মতো নোরাও সুকেশের থেকে মূল্যবান সামগ্রী উপহার পেয়েছিলেন খবর ভারতীয় গণমাধ্যমের।