অনলাইন ডেস্ক : গত বছরে মাত্র এক সপ্তাহে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিমানভ্রমণ বাবদ ৫ লাখ ইউরো ব্যয় করেছেন। আজ শনিবার গার্ডিয়ানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ব্রিটিশ সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে সুনাক ব্যক্তিগত উড়োজাহাজে ভ্রমণের সময় এই ব্যয় করেছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত বছরের ৬ নভেম্বর সুনাক মিসরে ‘কোপ ২৭’ শীর্ষ সম্মেলনে যোগ দেন। এরপরের দিন তিনি যুক্তরাজ্যে ফিরে আসেন। সেই সময় যুক্তরাজ্য সরকার ১ লাখ ৮ হাজার ইউরো ব্যয় করেছিল। এর এক সপ্তাহ পরে সুনাক জি-২০ সম্মেলনের জন্য ইন্দোনেশিয়ার বালিতে যান। এরপর ১৭ নভেম্বর ফিরে আসেন। এতে ব্যয় হয় ৩ লাখ ৪০ হাজার ডলার।

এ ছাড়া পরবর্তীতে ব্রিটিশ এ প্রধানমন্ত্রী ডিসেম্বরে লাটভিয়া ও এস্তোনিয়া ভ্রমণে যান। এ সময় ব্যয় হয় ৬২ হাজার ৪৯৮ ইউরো, এরমধ্যে ব্যক্তিগত খরচ ছিল ২ হাজার ৫০০ ইউরো।

ঋষি সুনাকের ভ্রমণে এতো ব্যয়ে সমালোচনা করছেন লিবারেল ডেমোক্রেটসরা। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটি বলেছে, মানুষ যখন দৈনন্দিন জীবনযাপনের ব্যয় মেটাতে সংগ্রাম করছে তখন এটি করদাতাদের অর্থের মর্মান্তিক অপচয়। কনজারভেটিভ দল জনগণের পাশে নেই বলে দাবি দলটির।

তবে ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বনেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য সুনাকের এসব ভ্রমণ ছিল।