গত ২৭ আগস্ট Toronto International Mother Language Day Monument (OTIMLDM Inc) অগ্রগতি এবং পরবর্তী পদক্ষেপ পর্যালোচনার জন্য সংগঠনের পরিচালকদের সাথে সিটি অফ টরন্টোর কর্মকর্তাদের মাঠ পরিদর্শন করা হলো। OTIMLDM Inc সংগঠনের পক্ষ থেকে ছিলেন ম্যাক আজাদ (সভাপতি), রিজুয়ান রহমান (সাধারণ সম্পাদক) মির্জা রহমান (ট্রেজারার), এম আর জাহাঙ্গীর। কনস্ট্রাকশন সাব কমিটির পক্ষ থেকে জামাল হোসেন, ফরিদা হক, সামসুল আলম রিয়াজ, মনির হোসেন, শক্তিদেব, একে আজাদ। সংগঠনের পক্ষে ছিলেন আর্কিটেক্ট পিটার জেরুকজিক, মোহাম্মদ আলী এবং খুরশীদ আকতার। কাউন্সিলর ব্রাড ব্রাডফোর্ডের অফিস থেকে ডায়ানা গঞ্জালেজ, সিটি অফ টরন্টো পার্ক এন্ড রিক্রিয়েশন থেকে ট্যারা কোলী, ট্রিনা সিজারিও। স্থান নির্ধারণসহ নির্মাণের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আসছে সেপ্টেম্বর ১৫ তারিখের মধ্যে শহীদ মিনার নির্মাণের কাজ শুরু করতে পারবে বলে সংগঠনের পক্ষ থেকে সিটি কর্মকর্তাদের জানানো হয়।