Home কানাডা খবর অটোয়ার সাথে ৫টি আদিবাসী সম্প্রদায়ের ঐতিহাসিক চুক্তি

অটোয়ার সাথে ৫টি আদিবাসী সম্প্রদায়ের ঐতিহাসিক চুক্তি

অনলাইন ডেস্ক : অন্টারিওর আনিশিনাবেক ফাস্ট নেশনসের ৫টি স¤প্রদায় অটোয়া প্রশাসনের সাথে একটি ঐতিহাসিক চুক্তি করেছে। এই চুক্তি তাদেরকে নিজস্ব সরকার তথা স্ব-শাসনের অনুমতি দেবে। আনিশিনাবেক নেশন গ্রান্ড কাউন্সিলের প্রধান রেগ নিগানোবে এই চুক্তিকে একটি ‘বিশাল পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন।

চলতি সপ্তাহে অন্টারিওতে আনিশিনাবেক নেশনের মধ্যে ৫টি স¤প্রদায় ফেডারেল সরকারের সাথে ওই চুক্তি স্বাক্ষর করে। এর ফলে তারা ‘ইন্ডিয়ান অ্যাক্ট’ থেকে মুক্তি পাবে এবং স্ব-শাসনে যাওয়ার সুযোগ পাবে। স¤প্রদায় ৫টি হচ্ছে মুজদেয়ার, ওয়ানাপিটে, নিপিসিং, মেগনেতাওয়ান ও ঝিভাসিং।

গত বুধবার কেন্দ্রিয় সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঐতিহাসিক এই চুক্তির বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ‘আনিশিনাবেক নেশন গভর্নেন্স এগ্রিমেন্ট’ নামে ওই চুক্তিটি পাস হলে এতে স্বাক্ষরকারি স¤প্রদায়গুলো ‘ইন্ডিয়ান অ্যাক্টের’ আওতামুক্ত হবে। এছাড়া ফাস্ট নেশনগুলো কীভাবে নির্বাচন করবে, তাদের নাগরিক কারা এবং তাদের নিজস্ব সরকার কীভাবে কাজ করবে সেসব বিষয়েও চুক্তিভ‚ক্ত স¤প্রদায়গুলো সিদ্ধান্ত নিতে পারবে। একই সাথে তাদের ভাষা ও সংস্কৃতিকে কীভাবে সর্বোত্তমভাবে রক্ষা ও প্রচার করা যায় সে বিষয়েও তাদের কর্তৃত্ব থাকবে। চুক্তিটি কার্যকর করার জন্য এখন ফেডারেল আইন পাস করতে হবে। গ্রান্ড কাউন্সিলর রেগ নিগানোবে বলেন, ৫টি স¤প্রদায় এখন চুক্তিতে স্বাক্ষর করলেও ভবিষ্যতে অন্য ৩৪টি স¤প্রদায়ের যে কেউ এতে স্বাক্ষর করতে পারবেন। তিনি বলেন, এই চুক্তিতে স্বাক্ষর একটি দুঃসাহসী সিদ্ধান্ত। ইন্ডিয়ান অ্যাক্ট আমাদের আদিবাসীদের জন্য বন্ধুত্বপূর্ণ আইন না হলেও এতদিন আমরা এটিতেই অভ্যস্ত ছিলাম। এমন একটি আইন থেকে মুক্তি লাভের সিদ্ধান্ত নেয়া খুব একটা সহজ বিষয় নয়।
ক্রাউন-আদিবাসী সম্পর্ক বিষয়ক মন্ত্রী মার্ক মিলার বলেন, চুক্তিটিতে পৌঁছতে দুই দশক ধরে আলোচনা চলেছে। এখন এই চুক্তির ফলে আদিবাসী স¤প্রদায়গুলো নিজেদের মধ্যে সম্পর্কের উন্নয়ন করতে পারবে। সূত্র : সিবিসি

Exit mobile version