Home জাতীয় ‘অনেকেই না জেনে-বুঝে স্বাস্থ্য বিভাগের সমালোচনা করেছেন’

‘অনেকেই না জেনে-বুঝে স্বাস্থ্য বিভাগের সমালোচনা করেছেন’

অনলাইন ডেস্ক : করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশ সফল হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, এই সংকট মোকাবিলায় বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে। অনেকেই না জেনে, না বুঝে স্বাস্থ্য বিভাগের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন।

শনিবার নিজ নির্বাচনী এলাকা মানিকগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেখানে সরকারি দেবেন্দ্র কলেজের প্রশাসনিক ভবন, ছাত্রাবাস ও জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন মন্ত্রী।

এ সময় সবাইকে মাস্ক ব্যবহার করার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, মাস্ক পরলেই করোনার ঝুঁকি অনেকটাই কমে যায়।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারীতে আমেরিকা, ভারতসহ উন্নত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে, অর্থনীতিতে ধস নেমেছে। কিন্তু আমরা এখনও অনেকটা ভালো অবস্থানে আছি। আমরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) ৬ শতাংশ ধরে রাখতে সক্ষম হয়েছি। এটা সম্ভব হয়েছে সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে।

দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার (এসপি) রিফাত রহমান শামীম, জজ কোর্টের পিপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মজিদ ফটো প্রমুখ।

Exit mobile version