Home কানাডা খবর অন্যস্বর টরন্টো আমন্ত্রিত – ৩য় উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব-২০২৩

অন্যস্বর টরন্টো আমন্ত্রিত – ৩য় উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব-২০২৩

আসছে ফেব্রুয়ারি ১৮, ১৯, ২০ – ২০২৩ অনলাইনে ৩য় উত্তর আমেরিকা উৎসব এ আমন্ত্রিত দল হিসেবে টরন্টো জনপ্রিয় আবৃত্তি দল অন্যস্বর টরন্টো অংশগ্রহণ করতে যাচ্ছে।

“সীমানা ভেঙ্গে শব্দেরা মেলুক ডানা আকাশ পানে” শীর্ষক উৎসবে সেই সীমানা ভেঙ্গে শব্দদের সাথে আকাশে ডানা মেলায় অন্যস্বরের পরিবেশনা ফেব্রুয়ারি ১৮, ২০২৩ দুপুর ৩.৩০ (ইস্টার্ন টাইম)।

“যে আগুনে স্বদেশ খুঁজি” শ্লোগানে স্বদেশ ও মাতৃভূমির বন্দনা নিয়ে অন্যস্বরের এই বছরের পরিবেশনা। উল্লেখ্য, ২০২১ সালে “কন্ঠে আনো স্পর্ধা, করো উচ্চারণ সত্য, সুন্দর, আনন্দ, ভালোবাসা ও কল্যাণের” এবং ২০২২ সালে “মানুষই আনবে জয় অতিমারি বড় কিছু নয়” শ্লোগান নিয়ে অংশগ্রহণ করেছিল অন্যস্বর টরন্টো।

অন্তর্জালে আপনিও যুক্ত হতে পারেন। থাকতে পারেন অনলাইনে। শুনতে পারেন স্বদেশ ও মাতৃভূমির বন্দনা। প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version