Home আন্তর্জাতিক ইউক্রেনের যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র বিপুল মুনাফা করছে: মার্কিন গণমাধ্যম

ইউক্রেনের যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র বিপুল মুনাফা করছে: মার্কিন গণমাধ্যম

অনলাইন ডেস্ক : প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম `ওয়াল স্ট্রিট জার্নালের’ ওয়েবসাইট সম্প্রতি ‘ইউরোপের যুদ্ধ কীভাবে মার্কিন অর্থনীতির উপকার করে’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেছে। তাতে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব থেকে মার্কিন অর্থনীতির ব্যাপক লাভবান হবার তথ্য তুলে ধরা হয়।

নিবন্ধে বলা হয়েছে যে, গত দুই বছর মার্কিন প্রতিরক্ষা শিল্পের অস্ত্র ও গোলাবারুদের অর্ডার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফেডারেল রিজার্ভের পরিসংখ্যানে দেখা গেছে যে, রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব শুরু হওয়ার পর থেকে মার্কিন প্রতিরক্ষা এবং মহাকাশ খাতে শিল্পের উৎপাদন ১৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলেন, যে ৯৫০০ কোটি মার্কিন ডলার অতিরিক্ত প্রতিরক্ষা বাজেটের মধ্যে ৬০৭০ কোটি ইউক্রেনের জন্য বরাদ্দ করা হয়েছে, যার ৬৪ শতাংশ আসলে মার্কিন প্রতিরক্ষা শিল্পে প্রবাহিত হবে।

নিবন্ধে আরও বলা হয়, ইউরোপীয় দেশগুলো মার্কিন অস্ত্রের ‘বড় গ্রাহক’ হয়ে উঠেছে। ওলফ রিসার্চের সামরিক শিল্প বিশ্লেষক মাইলেস ওয়ালটন বলেন, ইউরোপীয় সরকারগুলো গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক হার্ডওয়্যারে ‘এক প্রজন্মের বিনিয়োগ’ এর সমতুল্য ব্যয় করেছে। বিনিয়োগটি আগের বিনিয়োগের সমান। ইমা।

Exit mobile version