Home আন্তর্জাতিক ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই গাজায় ভয়াবহ হামলা ইসরায়েলের, নিহত অন্তত ৭০

ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই গাজায় ভয়াবহ হামলা ইসরায়েলের, নিহত অন্তত ৭০

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে বুধবার (১৪ মে) অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।

এদিন উত্তর গাজার জাবালিয়া এলাকায় বেশ কয়েকটি বাড়ির ওপর বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এতেই অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী তৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও তারা জানিয়েছে, ঘটনাটির তথ্য যাচাই করা হচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার খান ইউনুসের ইউরোপিয়ান হাসপাতালের নিচে একটি কমান্ড ও কন্ট্রোল বাংকারে হামলা চালানো হয়। এই হামলায় হামাসের সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ারসহ শীর্ষ কয়েকজন নেতার মৃত্যু হয়েছে বলে ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা ধারণা করছেন।

এদিকে প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকেরা জানিয়েছেন, ইউরোপিয়ান হাসপাতালের কাছে একটি বুলডোজার লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন আহত হন।

এর আগে মঙ্গলবার রাতে হামাস-ঘনিষ্ঠ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ ইসরায়েলের দিকে তাক করে রকেট নিক্ষেপ করেছিল। এর কিছুক্ষণ পরই জাবালিয়া ও এর আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। পরে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

সূত্র : আল আরাবিয়া

Exit mobile version