Home আন্তর্জাতিক ইরানের আকাশে প্রথম উড়ল কমব্যাট ড্রোন

ইরানের আকাশে প্রথম উড়ল কমব্যাট ড্রোন

অনলাইন ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি কমব্যাট ড্রোন ‘কামান-১২’ দেশটির আকাশে উড়েছে। শুক্রবার ড্রোনটি আনুষ্ঠানিকভাবে আকাশে উড়ানো হল। পারস্য উপসাগরে সামরিক মহড়ায় এটি ব্যবহার করা হয়েছে বলে খবর পার্সটুডের।

দেশটির সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনটি তার বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি মহড়া অঞ্চলে নজরদারির কাজও করেছে।

খবরে বলা হয়, মহড়ায় ইরানের সামরিক বাহিনীর বোমারু ড্রোন ‘আবাবিল’ অংশ নিয়েছে। আবাবিল নামের ড্রোনগুলো বিভিন্ন লক্ষ্যবস্তুতে সাফল্যের সঙ্গে বোমা নিক্ষেপ করেছে। এই ড্রোনে ‘কায়েম’ নামের স্মার্ট বোমা ব্যবহার করা হয়েছে।

ইরানি সামরিক বাহিনী জানিয়েছে, গুরুত্বপূর্ণ আঞ্চলিক নৌপথের নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা জোরদার করার লক্ষ্য তারা জুলফিকার-৯৯ নামে এ মহড়া চালাচ্ছে।

Exit mobile version