Home আন্তর্জাতিক ইরানের হামলা ঠেকাতে আন্তর্জাতিক সহায়তা চাইল ইসরায়েল

ইরানের হামলা ঠেকাতে আন্তর্জাতিক সহায়তা চাইল ইসরায়েল

অনলাইন ডেস্ক : ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সহায়তা চেয়েছে ইসরায়েল।

সোমবার (১৬ জুন) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য জানায়।

সংবাদমাধ্যমটি বলছে, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে সহায়তা চেয়েছে ইসরায়েল। এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলি সম্প্রচার সংস্থা কান।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ও ফ্রান্সসহ কয়েকটি দেশের কাছে অনুরোধ করেছে যেন তারা ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করে।

কান জানায়, ইতোমধ্যেই ইসরায়েলের অনুরোধের জবাবে সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য।

এ ছাড়া জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন, ইসরায়েল জার্মানির কাছে দমকল সরঞ্জাম চেয়েছে। আমরা দ্রুতই তা সরবরাহের কাজ শুরু করব। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই যুদ্ধ যাতে আরও বিস্তৃত না হয় তা নিশ্চিত করতে হবে এবং ইরান যেন ইসরায়েলি নাগরিকদের ওপর হামলা বন্ধ করে।

এদিকে ইরানকে সমর্থন জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড। তারা জানায়, ইরান ফিলিস্তিনিদের পক্ষে যে অবস্থান নিয়েছে, তার জন্য তারা কৃতজ্ঞ। পাশাপাশি ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনায় তারা শোক প্রকাশ করেছে।

প্রসঙ্গত, টানা কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গত ১৩ জুন ভোরে তেহরানসহ ইরানের বেশ কিছু স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। পরে তীব্র শক্তি নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরানও। দফায় দফায় চলছে এই হামলা ও পাল্টা হামলা। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে।

Exit mobile version