Home আইটি বিশ্ব ইলন মাস্কের এক্সের প্রধান নির্বাহীর পদত্যাগ

ইলন মাস্কের এক্সের প্রধান নির্বাহীর পদত্যাগ

অনলাইন ডেস্ক : বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন্ডা ইয়াকারিনো আকস্মিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার এক্সের এই প্রধান নির্বাহী কর্মকর্তা পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বুধবার এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লিন্ডা ইয়াকারিনো। তার এই সিদ্ধান্ত অনেকটা অপ্রত্যাশিতভাবে এসেছে।

কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের কথার লড়াই চলছে। এছাড়া নিজের ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বিক্রিও কমে যাওয়া নিয়ে যখন উদ্বেগে রয়েছেন মাস্ক, সেই সময় তার প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর পদ ছাড়ার ঘোষণা দিলেন লিন্ডা।

তবে পদত্যাগের সুনির্দিষ্ট কোনও কারণ জানাননি ইয়াকারিনো। এই বিষয়ে ‘এক্স’ এবং ইয়াকারিনো তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্যও করেনি।

ইলন মাস্ক ২০২৩ সালে ৪৪ বিলিয়ন ডলারে ‘এক্স’ কিনে নেওয়ার পর প্রতিষ্ঠানটিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেন। সেই সময় আলোচিত এই সামাজিক যোগাযোগমাধ্যমের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন ইয়াকারিনো।

এক্সের প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়ার আগে কমকাস্টের এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন খাতের আধুনিকায়নের জন্য দীর্ঘদিন কাজ করেন তিনি।

ইলন মাস্কের মালিকানাধীন ‘এক্স’ বর্তমানে বিপুল পরিমাণ ঋণের মাঝে রয়েছে। দায়িত্বে থাকাকালীন মাস্কের নানা বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের ঘটনায় বিব্রতকর পরিস্থিতি সামলাতে হয়েছিল ইয়াকারিনোকে। এর মধ্যে ২০২৩ সালের শেষের দিকে ইহুদি-বিরোধী ষড়যন্ত্র তত্ত্বে মাস্কের সমর্থনের ঘটনাও ছিল।

পরবর্তীতে এক্স একাধিক বিজ্ঞাপনদাতা ও একটি বিজ্ঞাপনী সংস্থার বিরুদ্ধে বিজ্ঞাপনের অর্থ সরিয়ে নেওয়ার অভিযোগে মামলাও করে। চলতি বছরের মার্চে মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক স্টার্টআপ এক্সএআই পুরো ‘এক্স’ প্ল্যাটফর্মটি ৩৩ বিলিয়ন ডলারের অল-স্টক চুক্তিতে অধিগ্রহণ করে।

সূত্র: রয়টার্স।

 

Exit mobile version