Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের অনুরোধে ‘গোপনে’ গাজা পর্যবেক্ষণে ব্রিটিশ সেনারা!

যুক্তরাষ্ট্রের অনুরোধে ‘গোপনে’ গাজা পর্যবেক্ষণে ব্রিটিশ সেনারা!

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি তদারকি করার জন্য যুক্তরাষ্ট্রের অনুরোধে একটি ক্ষুদ্র ব্রিটিশ সামরিক দল ইসরায়েলে পাঠানো হয়েছে। এই প্রথম গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ মিশনে লন্ডনের সেনাদের যুক্ত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে।

জানা গেছে, এই ব্রিটিশ সামরিক কর্মীরা মার্কিন নেতৃত্বাধীন সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টারে (সিএমসিসি) কাজ করছেন। এই কেন্দ্রটির মূল কাজ হলো যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে কিনা তা তদারকি করা। সেই সাথে গাজার জন্য যুদ্ধ-পরবর্তী স্থিতিশীলতা পরিকল্পনা তৈরি করা।

ইউকে প্রতিরক্ষা মন্ত্রী জন হিলির বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, ব্রিটেন একজন সিনিয়র কমান্ডার ও একটি ছোট সামরিক দল পাঠিয়েছে। ব্রিটিশ এই কর্মকর্তা মার্কিন কমান্ডারের ডেপুটি হিসেবে সিএমসিসির নেতৃত্ব দিতে সহায়তা করবেন।

হিলি স্পষ্টভাবে বলেছেন, যুক্তরাজ্যের ভূমিকা কেবলই সমন্বয়মূলক। এটি কোনো যুদ্ধ অভিযান নয়। কর্মকর্তারা আরও জানিয়েছেন, ব্রিটিশ সেনারা গাজা উপত্যকার বাইরেই অবস্থান করবে। তারা মার্কিন পরিকল্পনা দলকে তাদের বিশেষ অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে সাহায্য করবে।

এই সামরিক মোতায়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০-দফা গাজা পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই পরিকল্পনায় অবিলম্বে যুদ্ধবিরতি, বন্দি মুক্তি এবং গাজার শাসনভার হামাস বা অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হাত থেকে সরিয়ে একটি টেকনোক্র্যাটিক কমিটির কাছে স্থানান্তরের কথা বলা হয়েছে, যা ট্রাম্প প্রশাসনের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক সংস্থা দ্বারা তত্ত্বাবধান করা হবে।

সূত্র: আল মায়াদিন

Exit mobile version